পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইভিএম নিয়ে আশঙ্কায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা! ভিডিয়োয় পাহারা দেওয়ার পরামর্শ - Lok Sabha Election 2024

Agnimitra Paul: এবার ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ ঘাটাল ও মেদিনীপুর কেন্দ্রে বিজেপি কার্যকর্তাদের কড়া পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন ভিডিয়ো বার্তায় ৷

Agnimitra Paul
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 7:17 PM IST

মেদিনীপুর, 28 মে: ষষ্ঠ দফায় ভোট শেষ হয়েছে ঘাটাল ও মেদিনীপুর লোকসভায়। তারপরই স্ট্রংরুম নিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ একটি ভিডিয়ো-তে তিনি বলেন, "আমাদের কার্যকর্তাদের বলবো স্ট্রং-রুম পাহারা দিতে। তৃণমূলের চোর-ডাকাতের বাহিনী ঘুরে বেড়াচ্ছে স্ট্রং রুমের আশেপাশে। তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে আরও সতর্ক, সচেতন হতে বলব মেদিনীপুরের জনাদেশ রক্ষা করার জন্য।"

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

শাসকদলকে ভিডিয়ো বার্তায় কটাক্ষ করেই বলেন, "আই প্যাক এবং শাসকদল স্ট্রং রুমে গিয়ে চুরি করতে পারে ৷ তাই সতর্ক থাকা প্রয়োজন ৷" তাঁর অভিযোগ, শাসকদলেক সঙ্গে জড়িত আইপ্যাক ৷ কারচুপির ঘটনায় পুলিশও জড়িত থাকতে পারে ৷ ইভিএম সুরক্ষিত রাখতে তাই আমজনতাকে এগিয়ে আসার আহ্বান জানান অগ্নিমিত্রা ৷ তিনি আরও বলেন, "মেদিনীপুরের মানুষের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা মাথায় পেতে নেব ৷ কিন্তু সেটা যেন সঠিক হয় ৷ স্ট্রংরুমে ঘুরে বেড়ানো তৃণমূলদের আটকাতে হবে।" পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ অভিযোগ, স্ট্রং রুমের কাছে পুলিশ ঘোরাঘুরি করছিল সিভিল ড্রেসে ৷

নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে শহরে রোড-শো মোদির, যেতে পারেন সারদা মায়ের বাড়ি

প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দু’টি লোকসভা ঘাটাল ও মেদিনীপুর লোকসভায় ষষ্ঠ দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে । বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে ৷ জনমত বন্দি রয়েছে খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের স্ট্রং রুমে । অন্যদিকে, ঘাটাল লোকসভার স্ট্রং রুম করা হয়েছে ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ে । দু’টি স্ট্রং রুমে কড়া নিরাপত্তা থাকলেও, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ভিডিয়ো করেছেন প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ উল্লেখ্য, এখনও এক দফা ভোট বাকি রয়েছে রাজ্যে আর ভোটের গণনার দিন হল চারই জুন। সে ক্ষেত্রে এই স্ট্রংরুমে যাতে কোনও ধরনেরই কারচুপি না, হয় সেদিকে খেয়াল রাখাই মূল কাজ শাসক ও বিরোধীদের।

আরও পড়ুন:'অস্তিত্বের জন্য লড়ছে তৃণমূল, বাংলা এবার বিজেপির'; হুঙ্কার মোদির

ABOUT THE AUTHOR

...view details