পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের মাঝেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

High Court on BJP Advertisement: নির্বাচন আবহে হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে পড়েছে বিজেপি ৷ রাজ্যে বিজেপির বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ গতকাল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ কোনও সংবাদমাধ্যমে বিজেপি বিজ্ঞাপন দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল ৷ এবার সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি ৷

High Court About BJP Advertisement
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 2:15 PM IST

কলকাতা, 21 মে: ভোটের মাঝেই বিজেপির বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ভারতীয় জনতা পার্টি । আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় সমস্ত বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিল কমিশন ৷ সোমবার অবিলম্বে এই বন্ধের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ভারতীয় জনতা পার্টির আইনজীবীদের।

বিজেপির তরফে আইনজীবী জয়দীপ কর এদিন বলেন, "নির্বাচন কমিশন যে শো-কজ নোটিশ দিয়েছিল তার উত্তর আজ অর্থাৎ মঙ্গলবার দেওয়ার কথা বিজেপির। তার আগেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি।আগামিকাল মামলাটি শুনবেন বলে জানালেন প্রধান বিচারপতি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গত 4 মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে দাবি করে এর বিরুদ্ধে মামলা করে তৃণমূল।"

তিনি আরও বলেন, "বিচারপতি সব্যসাচী ভট্টচার্য্যের পর্যবেক্ষণ ছিল, শুধু এমসিসি ভঙ্গ করা নয়, ওইসব বিজ্ঞাপন মামলাকারীর সংবিধানের 19 ও 21 ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে। আর এক্ষেত্রে হাইকোর্ট কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে। একের পর এক অভিযোগ পাওয়ার পরও কেন 18 মে কমিশন বিজেপিকে শো-কজ নোটিশ পাঠাল? এছাড়াও 21 মে কেন তার জবাবদিহির তারিখ রাখল তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত।" এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিজেপির তরফে আইনজীবীরা বলেন, "নির্বাচন কমিশনের শো-কজের উত্তর দেওয়ার আগেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামিকাল এই মামলার শুনানি ৷

আরও পড়ুন:

  1. 'সম্বিত' ফিরল পাত্রের! উপোস রেখে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত পুরীর বিজেপি প্রার্থীর
  2. শ্লীলতাহানির অভিযোগে জওয়ান আটকের ঘটনায় শুরু রাজনৈতিক তরজা

ABOUT THE AUTHOR

...view details