দুর্গাপুর, 25 মার্চ: প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে শুরু দেওয়াল লিখন ৷ রবিবার রাতেই হল মিষ্টি বিতরণ ও বাজি ফাটানো ৷ দুর্গাপুরের বিদ্যাপতি এলাকায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে শুরু হল দেওয়াল লিখন। আর যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হল মিষ্টি বিতরণ ও রঙিন বাজি ফাটানো। পাশাপাশি দুর্গাপুরের সঞ্জীব সরণি ও কাঁকসার মালানদিঘির বিভিন্ন প্রান্তেও এদিন রাতেই শুরু হয় দেওয়ার লিখন ।
এই বিষয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘোড়ুই দাবি করেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন এবং সর্বভারতীয় সহ-সভাপতির পদেও ছিলেন ৷ তাই দেশের বিভিন্ন প্রান্তই তাঁর পরিচিত । রাজ্যের মানুষের সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে । বর্ধমান দুর্গাপুরের মাটিতেও তিনি একসময় থাকতেন । সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যেতেন । এবার সেই দিলীপ ঘোষই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।
সংঘের অন্যতম প্রধান নেতা দিলীপ ঘোষ এর আগে সফলভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি মেদিনীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন ৷ এবার লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। এই আসনের জন্য বিজেপি কাকে বেছে নেয়, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ৷ তাতেই কখনও উঠে এসেছে অগ্নিমিত্রা পলের নাম, তো কখনও আবার উঠে এসেছে অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম ৷ এই আসনে গতবার জয়লাভ করেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কিন্তু শেষমেষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের জয় ধরে রাখতে বেছে নিয়েছে দিলীপ ঘোষকে।