পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে লড়বেন দিলীপ ঘোষ, ঘোষণা হতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Bardhaman Durgapur Lok Sabha Constituency: মেদিনীপুরের ঘরের ছেলেকে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করল বিজেপি ৷ প্রধান প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদের বিরুদ্ধে কতটা কাজ করবে দিলীপ ফ্যাক্টর ?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 10:06 AM IST

Updated : Mar 25, 2024, 11:30 AM IST

দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই দুর্গাপুরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস

দুর্গাপুর, 25 মার্চ: প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে শুরু দেওয়াল লিখন ৷ রবিবার রাতেই হল মিষ্টি বিতরণ ও বাজি ফাটানো ৷ দুর্গাপুরের বিদ্যাপতি এলাকায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে শুরু হল দেওয়াল লিখন। আর যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হল মিষ্টি বিতরণ ও রঙিন বাজি ফাটানো। পাশাপাশি দুর্গাপুরের সঞ্জীব সরণি ও কাঁকসার মালানদিঘির বিভিন্ন প্রান্তেও এদিন রাতেই শুরু হয় দেওয়ার লিখন ।

এই বিষয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘোড়ুই দাবি করেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন এবং সর্বভারতীয় সহ-সভাপতির পদেও ছিলেন ৷ তাই দেশের বিভিন্ন প্রান্তই তাঁর পরিচিত । রাজ্যের মানুষের সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে । বর্ধমান দুর্গাপুরের মাটিতেও তিনি একসময় থাকতেন । সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যেতেন । এবার সেই দিলীপ ঘোষই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

সংঘের অন্যতম প্রধান নেতা দিলীপ ঘোষ এর আগে সফলভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি মেদিনীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন ৷ এবার লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। এই আসনের জন্য বিজেপি কাকে বেছে নেয়, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ৷ তাতেই কখনও উঠে এসেছে অগ্নিমিত্রা পলের নাম, তো কখনও আবার উঠে এসেছে অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম ৷ এই আসনে গতবার জয়লাভ করেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কিন্তু শেষমেষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের জয় ধরে রাখতে বেছে নিয়েছে দিলীপ ঘোষকে।

অন্যদিকে, আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা হল মেদিনীপুরে ৷ জানা গিয়েছে, প্রথম দিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে রাজি হননি দিলীপ ঘোষ। মেদিনীপুরের ঘরের ছেলে তাঁর নিজের জেলাতেই প্রার্থী হতে চেয়েছিলেন। এরপর দলীয় নেতৃত্ব অনেক বোঝানোর পর রাজি হন তিনি ৷ তবে দিলীপ ঘোষ প্রার্থী হওয়ায় এই কেন্দ্রে সেয়ানে সেয়ানে লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

একদিকে শিল্প, অন্যদিকে কৃষি সমৃদ্ধ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটার কীর্তি আজাদ নাকি দিলীপ ঘোষ কাকে বেছে নেন সেদিকেই তাকিয়ে সবাই ৷ তবে এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ড: সুকৃতি ঘোষালও বড় ফ্যাক্টর হতে চলেছেন । কারণ গতবার দেখা গিয়েছিল দুর্গাপুর থেকে 76 হাজার ভোটে বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়লাভ করেছিলেন। এবারও দুর্গাপুরে বিজেপি সেই লিড ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার ৷ বামেদের ভোট রামের পক্ষে যায় নাকি কীর্তি আজাদের ব্যাটিংয়ে শেষ হাসি তৃণমূল হাসে তা জানতে অপেক্ষা 4 জুনের৷

আরও পড়ুন :

  1. 'আমার বোলিংয়ের ভয়ে এখনও প্রার্থী দেয়নি বিরোধীরা', সাইকেলে খোশমেজাজে প্রচার কীর্তি আজাদের
  2. দিল্লি ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম, অরুণ জেটলি জানতেন, বিজেপিকে খোঁচা কীর্তি আজাদের
  3. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
Last Updated : Mar 25, 2024, 11:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details