মেদিনীপুর, 25 মার্চ: অবশেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। ভারতী ঘোষ ও দিলীপ ঘোষের জল্পনা উড়িয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করা হল অগ্নিমিত্রা পলের নাম। ফলে খুশির ছোঁয়া মেদিনীপুর শহরজুড়ে। রবিবার রাত থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন।
পশ্চিম মেদিনীপুর দুটি লোকসভার মধ্যে 32 নম্বর ঘাটাল লোকসভার প্রার্থী আগেই ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় কুড়ি জন প্রার্থীর নামের তালিকায় ঘাটাল লোকসভা থেকে ঘোষণা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম। যদিও 34 নম্বর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জেতা প্রার্থী দিলীপ ঘোষ থাকা সত্ত্বেও নাম প্রকাশ করেনি বিজেপি নেতৃত্ব। দ্বিতীয় তালিকার জন্য অপেক্ষায় ছিলেন সকল রাজনৈতিক দলের কর্মী এবং খোদ বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা। কারণ, সবাই মনে করছিল যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জেতা দিলীপ ঘোষকে এবারে এখানে প্রার্থী করবে না বিজেপি।
কারণ হিসেবে তারা এই যুক্তি দেখিয়ে ছিল যে, দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। পরবর্তীকালে এই মেদিনীপুর লোকসভা সিটের জন্য নাম উঠে এসেছিল একসময়ের আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষের। আবার এও শোনা গিয়েছিল যে এই মেদিনীপুর লোকসভার জন্য প্রার্থী হতে চলেছেন অধিকারী পরিবারের একজন। কিন্তু সেই সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত ফ্যাশন ডিজাইনার এবং বিজেপির দক্ষ সংগঠক অগ্নিমিত্রা পলের উপরই ভরসা রাখে পদ্ম শিবির।
পাশাপাশি মেদিনীপুরের জেতা সাংসদকে বাতিল না-করে তাকে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। আর এই ঘোষণাতে খুশির হাওয়া গোটা মেদিনীপুর লোকসভা কেন্দ্র জুড়ে। নাম ঘোষণা হওয়ার পরই মাঠে ময়দানে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। অগ্নিমিত্রা পলের নামে দেওয়াল লেখা শুরু হয়েছে । তাঁকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানিয়েই দেওয়াল লেখা শুরু হয়েছে সর্বত্র।
এদিন গভীর রাতে শহরের 14 নম্বর ওয়ার্ডে সাহেবপুকুর চক এলাকায় দেওয়াল লিখতে নেমে পড়ে বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। মূলত মেদিনীপুর জেলার সহ-সভাপতি শংকর গুছাইত এবং সোমনাথ সিনহার সহযোগিতায়, এলাকার বিজেপি কর্মীরা উৎসাহে দেওয়াল লিখন শুরু করেন এবং তাতে বিপুল ভোটে জেতানোর আবেদন জানানো হয়।