পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রীকে প্রাণে মারার হুমকি বিজেপির ! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Leader Syria Parveen: সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রী সিরিয়া পারভিন ৷ দলবদল করতেই তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফে ৷ এমনই বিস্ফোরক অভিযোগ বর্তমান তৃণমূল নেত্রীর ৷

sandeshkhali
সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রী সিরিয়া পারভিন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 10:55 PM IST

সন্দেশখালি, 1 জুন: মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ৷ ইটিভি ভারতের সামনে বিস্ফোরক দাবি বসিরহাট বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক তথা সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রী সিরিয়া পারভিনের ৷ বর্তমানে তিনি তৃণমূল নেত্রী ৷

ইটিভি ভারতে বিস্ফোরক দাবি সিরিয়া পারভিনের ৷ (ইটিভি ভারত)

শনিবার সন্দেশখালির ত্রিমনী বাজারে দাঁড়িয়ে তিনি বলেন,"যতদিন বিজেপিতে ছিলাম সন্দেশখালির বিভিন্ন প্রান্তে আন্দোলন করছিলাম ৷ তখন আমি বহিরাগত ছিলাম না ! আজ বিজেপির মিথ্যাচার ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আমাকে বহিরাগত বলা হচ্ছে । কিন্তু ওরা ভুলে যাচ্ছে সন্দেশখালি আর বাদুড়িয়া একই লোকসভার অধীনে । ফলে সন্দেশখালি-সহ গোটা রাজ্যের মানুষ বিজেপিকে যে প্রত্যাখ্যান করছে, তা ওরা বুঝতে পেরেছে । তাই এসব করছে ৷ আদতে এতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যে শক্ত হচ্ছে তা স্পষ্ট ।"

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজের 'পাত্র' পাড়াতেই পরাজিত হবেন বলে দাবি করেন সিরিয়া পারভিন । তিনি বলেন, "পাত্র পাড়ার লোক রেখা পাত্রকে ভোট দেবে না ৷ আজ সকালে 10 হাজার করে টাকা দিয়ে ভোটারদের কেনা হয়েছে ৷ যাদের বিজেপি টাকা দিয়ে কিনেছে তারাই কেবল রেখা পাত্রকে ভোট দেবে ৷" বাদুড়িয়ার বাসিন্দা সিরিয়া আজ সন্দেশখালির 167 ও 171 নম্বর বুথে গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে বহিরাগত বলে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ।

সন্দেশখালি আসার পথে গত ফেব্রুয়ারিতে টাকিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছিল পুলিশ । বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । সে সময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েছিলেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল বিজেপি নেত্রী সিরিয়া পারভিনকে। পরবর্তীতে সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন বিজেপির বসিরহাট জেলা সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। সন্দেশখালি, জেলিয়াখালি, বেড়মজুর-সহ একাধিক জায়গার আন্দোলনে তাঁকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে ।

এমনকী বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গেও বহুবার দেখা গিয়েছে তাঁকে । কিন্তু 23 মে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি । তারপর থেকেই তাঁর ভোলবদল ঘটে । স্বাভাবিকভাবেই তাঁর প্রাক্তন রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে মত বিরোধ দেখা দেয় । এখন তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

আরও পড়ুন:ইভিএমে বিশেষ চিহ্ন দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, সরব রেখা

ABOUT THE AUTHOR

...view details