সন্দেশখালি, 1 জুন: মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ৷ ইটিভি ভারতের সামনে বিস্ফোরক দাবি বসিরহাট বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক তথা সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রী সিরিয়া পারভিনের ৷ বর্তমানে তিনি তৃণমূল নেত্রী ৷
শনিবার সন্দেশখালির ত্রিমনী বাজারে দাঁড়িয়ে তিনি বলেন,"যতদিন বিজেপিতে ছিলাম সন্দেশখালির বিভিন্ন প্রান্তে আন্দোলন করছিলাম ৷ তখন আমি বহিরাগত ছিলাম না ! আজ বিজেপির মিথ্যাচার ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আমাকে বহিরাগত বলা হচ্ছে । কিন্তু ওরা ভুলে যাচ্ছে সন্দেশখালি আর বাদুড়িয়া একই লোকসভার অধীনে । ফলে সন্দেশখালি-সহ গোটা রাজ্যের মানুষ বিজেপিকে যে প্রত্যাখ্যান করছে, তা ওরা বুঝতে পেরেছে । তাই এসব করছে ৷ আদতে এতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যে শক্ত হচ্ছে তা স্পষ্ট ।"
বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজের 'পাত্র' পাড়াতেই পরাজিত হবেন বলে দাবি করেন সিরিয়া পারভিন । তিনি বলেন, "পাত্র পাড়ার লোক রেখা পাত্রকে ভোট দেবে না ৷ আজ সকালে 10 হাজার করে টাকা দিয়ে ভোটারদের কেনা হয়েছে ৷ যাদের বিজেপি টাকা দিয়ে কিনেছে তারাই কেবল রেখা পাত্রকে ভোট দেবে ৷" বাদুড়িয়ার বাসিন্দা সিরিয়া আজ সন্দেশখালির 167 ও 171 নম্বর বুথে গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে বহিরাগত বলে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ।