পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুনর্নির্বাচনেও মথুরাপুরে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির, তির তৃণমূলের দিকে - REPOLLING AT MATHURAPUR - REPOLLING AT MATHURAPUR

Vote Rigging in Mathurapur: ভোট দেওয়ার অভিযোগ ওঠায় পুনরায় ভোট হচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে ৷ পুনর্নির্বাচনের দিনও ওই বুথে সেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল ৷ তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলল বিজেপি ৷

Vote Rigging in Mathurapur
মথুরাপুরে পুনর্নির্বাচন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 3:24 PM IST

Updated : Jun 3, 2024, 3:43 PM IST

কাকদ্বীপ, 3 জুন:মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার আড্ডির মহল এলাকায় 26 নম্বর বুথে সকাল থেকে ভোটগ্রহণ চলছে ৷ এই বুথে পুনর্নির্বাচনের দিনও বিজেপির এজেন্টকে বের করে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ৷ এমনই অভিযোগ তুললেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ৷ তিনি বলেন, "বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে দেদার ছাপ্পা চালাচ্ছে তৃণমূলের লোকজনেরা ।"

পুনর্নির্বাচনেও মথুরাপুরে ছাপ্পা ভোটের অভিযোগ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এই অভিযোগ পাওয়ার পর এই বুথে ছুটে আসেন বিজেপি প্রার্থী ৷ তাঁর কথায়, "ভোটের দিনও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বহু এলাকায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হল সোমবার ।" যদিও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার ৷ তিনি বলেন, "মানুষ বিজেপির পাশে নেই । মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে ৷ মিথ্যা অভিযোগ করছে বিজেপি । এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট চলছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোট দিচ্ছে ।"

শেষ দফায় শনিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হয় ৷ ওই দিন বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছিল বিজেপি । পদ্মশিবিরের সেই অভিযোগের পরেই সোমবার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের আড্ডির মহল এলাকায় 26 নম্বর বুথে পুনরায় ভোট করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন । আজ সকাল থেকেই ভোট চলছে সেখানে ৷ ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে ৷ কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা । কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত । মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ ৷

Last Updated : Jun 3, 2024, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details