হুগলি, 28 অগস্ট: বনধ সর্বাত্মক করতে ভোর থেকেই জেলায় জেলায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন ৷ বৃহস্পতিবার সকালে হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল অবরোধ করল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ রেল লাইনে বসে পড়ে হুগলি জেলা বিজেপি কর্মীরা ৷ কোনও কোনও বিজেপি কর্মী আবার রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশ ওই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় ৷ শুরু হয় রেল চলাচল ৷ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল চলাচল ৷
হুগলি ছাড়া উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝখানে কলাপাতা ফেলে রেল রোকো করে বিজেপি ৷ হিন্দমোটর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ বনধের সমর্থনে জনগণকে আজ রাস্তায় না বেরনোর আবেদন জানিয়েছে বিজেপি ৷ রেল অবরোধ হয়েছে কোন্নগর স্টেশনে ৷ বিজেপি কর্মী সমর্থকরা অবরোধে নামে।দফায় দফায় এই রেল অবরোধ করা হয় হুগলির বিভিন্ন জায়গায় ৷
বনধের প্রভাব পড়ল উত্তরপাড়া পুরসভার হিন্দমোটর মালিরবাগান এলাকায় একটি বেসরকারি স্কুলে । বিজেপি কর্মীরা স্কুলের ভিতর ঢুকে ঝান্ডা লাগিয়ে স্কুল বন্ধ করার দাবি জানায় ৷ সকালে পড়ুয়ারা স্কুলে এলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ এভাবে স্কুল বন্ধ করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷