কলকাতা, 12 জুলাই: বেহালার অক্সফোর্ট মিশন চার্চের ভিতরে ঢুকে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে গুন্ডামি ও হুমকি দেওয়ার অভিযোগ আনলেন বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং । তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেন । পাশাপাশি পুলিশি নিরাপত্তা চান বলেও তিনি জানিয়েছেন । তবে অভিযুক্ত কাউন্সিলর সুদীপ পোল্লের পালটা দাবি, ‘‘বেআইনি কাজের অভিযোগ পেয়েছি বলেই লোক পাঠিয়েছিলাম দেখতে । উনি বিশপ বলে যা ইচ্ছে তাই করবেন, সেটা মেনে নেব না ।’’
অভিযোগ, চার্চের অধীনে আছে একটি নার্সিং কলেজ । এখানে মহিলাদের নার্সিং প্রশিক্ষণ দেওয়া হয় । মহিলা কলেজ হলেও সেখানে কোনও অনুমতি না নিয়েই তৃণমূল কাউন্সিলরের নাম করে অনুগামীরা ঢুকে সেখানকার কর্তৃপক্ষকে হুমকি দেয় । কলেজের অভ্যন্তরে একাধিক ভবন আছে, যা দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ । সেগুলি মেরামতির অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল বরো অফিসে । চিঠি দেওয়ার পরেও অনুমতি আসেনি । কাউন্সিলর দলবল এসে সেখানে কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে । কর্মরত ঠিকাদারদের হুমকি দেওয়া হয়েছে ।
চার্চের ভিতরে একটি মাঠ ও রাস্তা আছে । সেখানে প্রাতঃভ্রমণকারীরা এসে নানা ধরনের অপ্রীতিকর কাজ করছেন বলে অভিযোগ ৷ তাই সেখানে প্রাতঃভ্রমণকারীদের ঢোকা নিষিদ্ধ করে চার্চ কর্তৃপক্ষ । আর সেখানেই গন্ডগোল বাঁধে । ময়দানে নামেন কাউন্সিলর সুদীপ পোল্লে । অভিযোগ, ওই মাঠের দরজা বন্ধ রাখা যাবে না বলে বিশপকে হুমকি দেন কাউন্সিলর । চার্চ কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি । তাই পালটা আঘাত নার্সিং কলেজে বলেই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ । এই ঘটনায় আতঙ্কিত চার্চ কর্তৃপক্ষ ।