বোলপুর, 31 অগস্ট: বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়ে খুশি অধ্যাপক বিনয় কুমার সরেন। তিনি বলেন, "আমাদের সমাজ থেকে এত বড় পদে আসীন হওয়ায় সকলে খুশি", বিশ্বভারতীর উপাচার্যের ভার নিয়ে বললেন, উল্লেখ্য, বিশ্বভারতীর ইতিহাসে আদিবাসী সম্প্রদায়ের উপাচার্য। এদিন, সাংবাদিক বৈঠক করে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনকে রক্ষা করতে ও বিশ্বভারতীর শিক্ষার মান উন্নয়নে সকলে আহ্বান জানালেন তিনি ৷
দায়িত্ব পেয়ে আপ্লুত আদিবাসী উপাচার্য (ইটিভি ভারত) এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর পরিদর্শক হলেন খোদ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ভারপ্রাপ্ত উপাচার্য পদে আসীন হলেন কোনও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। যা নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে সকলের মধ্যে ৷ এদিন, উপাচার্যের ভার গ্রহণ করে সাংবাদিক বৈঠক করেন অধ্যাপক বিনয় কুমার সরেন।
তিনি বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে আমি উপাচার্যের পদে বসতে পেরে আপ্লুত ৷ এই খুশি ভাষায় প্রকাশ করতে পারব না ৷ আমিই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী সম্প্রদায়ের উপাচার্য। এত বড় পদে আসীন হওয়ায় খুশি আমাদের সম্প্রদায় ৷ প্রচুর ফোন, ম্যাসেজ পেয়েছি।" তিনি আরও বলেন, "বিশ্বভারতীর শিক্ষার মান উন্নয়নে আমার একার ভূমিকা যথেষ্ট নয় ৷ সকলের যৌথ উদ্যোগ প্রয়োজন। এমনকী, ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন, সেই মান রক্ষা করতে পড়ুয়া, আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা-সহ বোলপুর-শান্তিনিকেতনবাসীকেও এগিয়ে আসতে হবে ৷ আমি অবশ্যই সকলে আহ্বান জানাব ৷ সকলের সহযোগিতা চাই।"
প্রসঙ্গত, 2018 সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর 5 বছর সময়কালে এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছে ছিল। 2023 সালের 8 নভেম্বর বিশ্বভারতীর 'বিতর্কিত' স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয় ৷ তারপর বিশ্বভারতীর নিজস্ব সংবিধানের 3 (6) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছিলেন তৎকালীন কর্মসমিতির সদস্য তথা কলাভবের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। 29 মে তাঁর অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে যায়।
ফের বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী বর্ষীয়ান কর্মসমিতির সদস্য পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হন ৷ এবার তাঁরও অধ্যক্ষের মেয়াদ শেষ ৷ তাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী শিক্ষাভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয় কুমার সরেন ৷ এই মুহূর্তে তিনিই বিশ্বভারতীর কর্মসমিতির বর্ষীয়ান সদস্য ৷ তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ৷ এই মর্মে ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো। যদিও, এনিয়ে 2023 সালের 8 নভেম্বর থেকে বিশ্বভারতীতে তৃতীয়বার উপাচার্য বদল। স্থায়ী উপাচার্য কবে আসবে? সেই প্রশ্ন ঘোরাফেরা করছে।