কলকাতা, 24 সেপ্টেম্বর: ঝোপ বুঝে কোপ ! কার্যত সেটাই করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সামনে পেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে আসলেন তিনি ৷ বিশেষত, রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া একাধিক বিলে অনুমোদন না-দেওয়া নিয়েই অভিযোগ জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 রাজভবনে বিবেচনাধীন রয়েছে ৷
মঙ্গলবার দশম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের দু'দিনের ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্সে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সামনে পেয়ে পাশ হওয়া বিল রাজভবনে আটকে থাকা নিয়ে অভিযোগ করলেন তিনি ৷ জানা গিয়েছে, বিমান বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া অপরাজিত বিলের প্রসঙ্গ তুলেছিলেন ওম বিড়লার সামনে ৷ তিনি অভিযোগ করেন, "অপরিজিতা বিল-সহ একাধিক বিল রাজ্য বিধানসভায় পাশ হলেও, সেগুলিতে অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল ৷" এমনকি ওই বিলগুলির স্টেটাস রিপোর্ট কী, তাও রাজ্যপালের তরফে বিধানসভাকে জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷