দার্জিলিং, 31 মার্চ:দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিজেপিকেই সমর্থন জানাতে চলেছেন মোর্চা নেতা বিমল গুরুং। রবিবার মোর্চার কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর সাধারণ সম্পাদক রোশন গিরিকে পাশে নিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে লোকসভা নির্বাচনে সমর্থনের কথা ঘোষণা করেন তিনি ৷ রবিবার মোর্চার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান তিনি।
প্রথম থেকেই রাজু বিস্তা এবং বিমল গুরুং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারপর শনিবার রাজু বিস্তা বিমল গুরুংয়ের সঙ্গে সিংমারির পার্টি অফিসে গিয়ে দেখা করে আশির্বাদও নেন। সেসময়ই মোটামোটি স্থির হয়ে গিয়েছিল যে বিমল বিজেপিকেই সমর্থন করতে চলেছেন। এই নিয়ে চতুর্থবার বিজেপিকে সমর্থন করছে মোর্চা। এর আগে গত লোকসভা নির্বাচন, জিটিএ, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনেও একজোট হয়ে বিজেপির সঙ্গে লড়াই করেছিল মোর্চা।
এই বিষয়ে বিমল গুরুং বলেন, "আমরা স্থির করেছি বিজেপিকে সমর্থন করব। আগামী 3 এপ্রিল রাজু বিস্তা মনোনয়ন জমা দেবেন। মোর্চার প্রত্যেকটি কর্মী তাঁকে সমর্থন জানাতে চৌরাস্তার মিছিলে সামিল হবেন। পাহাড়কে দুর্নীতি মুক্ত রাখতে ও পাহাড় এবং পাহাড়বাসীর দাবি আদায়ে বিজেপি কাজ করবে বলে আমরা আশাবাদী।"