পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদিকে আরেকবার প্রধানমন্ত্রী চেয়ে বুথে গুরুং - Lok Sabha Election 2024

Bimal Gurung: এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা আগেই জানিয়েছেন বিমল গুরুংয়ের মোর্চা। আর শুক্রবার ফের পাহাড়বাসীদের রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান। এবারের লোকসভা নির্বাচনে বিমল গুরুং ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিকমহল। সস্ত্রীক ভোট দিয়ে বিমল গুরুং জানালেন, নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রী দেখতে চান ৷

Bimal Gurung
Bimal Gurung

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 12:20 PM IST

বিমল গুরুংয়ের ভোটদান

দার্জিলিং, 26 এপ্রিল:গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং বিজেপিতে যোগ দিয়ে আলোড়ন ফেলেছিলেন পাহাড়ের রাজনীতিতে ৷ 31 মার্চ বিজেপিতে যোগ দিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের পদ্মপ্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেন ৷ শুক্রবার দেশ তথা রাজ্য়ে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ বাংলার তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে চলছে ভোট ৷ রাজনৈতিক মহলের দাবি, বিমল গুরুংয়ের দলের এই সমর্থনে পাহাড়ে বেশ খানিকটা এগিয়ে যাবে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এদিন বেলা বাড়ার আগেই দার্জিলিংয়ের পাতলেবাস কমিউনিটি হলে 23/99 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং।

এদিন ভোট দিয়েও ফের একবার পাহাড়বাসীকে রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান। নেতার কথায়, "আমরা খুব খুশি ৷ রাজুকে জেতানোর জন্য আমরা বিজেপিকে সমর্থন করছি ৷ আমি চাই ফের একবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক ৷ আমাদের পুরনো দাবিদাওয়া পূরণ হোক ৷ সেই দাবিতে এখনও অনড় আছি। দার্জিলিংয়ে যদি এবার বিজেপি জেতে তাহলে টানা চারবার গেরুয়া শিবিরের এই জয়ে আমরা আনন্দিত হব ৷" রাজনৈতিকমহলের মতে, বিমল গুরুংয়ের সাংগঠনিক শক্তি এখন আগের থেকে অনেকটাই কমেছে। পাহাড়ে নিজের অস্তিত্ব বাঁচানোই তাঁর কাছে মূল লক্ষ্য। প্রথমে তাঁর নিজের লড়ার কথা ছিল। তবে সংগঠনের শক্তি দেখে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হন।

2009 সালে বিজেপি টানা এই কেন্দ্রে জিতে আসছে ৷ যশবন্ত সিং ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং রাজু বিস্তা দার্জিলিং কেন্দ্রের সাংসদ ছিলেন ৷ এবার ফের রাজু বিস্তাকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ এবার যদি তিনি জেতেন তাহলে টানা চারবার পদ্ম শিবিরের জয় হবে দার্জিলিং কেন্দ্র্রেে ৷ যা রেকর্ড ৷ কারণ, এর আগে দার্জিলিং থেকে একই দলের প্রার্থীর টানা চারবার জয়লাভের নজির নেই ৷ উল্লেখ্য, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা রাজু বিস্তাকে সমর্থন না-করে নির্দল প্রার্থী হিসাবে লড়চেন ৷ তাই পাহাড়ে ভোট নিয়ে একের পর এক নয়া সমীকরণ ৷

এদিকে, শুক্রবার চোপড়ায় সন্ত্রাস করছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ তিনি বলেন, "আমাদের বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না ৷ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। এদিন মাটিগাড়ার বানিয়াখাড়ি শিশু শিক্ষাকেন্দ্রে ভোট পরিস্থিতি দেখেন তিনি। তিনি দার্জিলিং লোকসভার ভোটার না-হলেও প্রার্থী হওয়ার কারণে ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করেন। তিনি দিল্লির ভোটার ৷

আরও পড়ুন:

  1. বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের
  2. দার্জিলিংয়ে আজ ভাগ্যপরীক্ষা রাজু-মুনীশের, পারবেন না ভোট দিতে
  3. শাহি শো’য়ে ব্রাত্য শ্যামাপ্রসাদ, স্রষ্টাকে উপেক্ষা করেই এগিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো

ABOUT THE AUTHOR

...view details