দার্জিলিং, 26 এপ্রিল:গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং বিজেপিতে যোগ দিয়ে আলোড়ন ফেলেছিলেন পাহাড়ের রাজনীতিতে ৷ 31 মার্চ বিজেপিতে যোগ দিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের পদ্মপ্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেন ৷ শুক্রবার দেশ তথা রাজ্য়ে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ বাংলার তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে চলছে ভোট ৷ রাজনৈতিক মহলের দাবি, বিমল গুরুংয়ের দলের এই সমর্থনে পাহাড়ে বেশ খানিকটা এগিয়ে যাবে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এদিন বেলা বাড়ার আগেই দার্জিলিংয়ের পাতলেবাস কমিউনিটি হলে 23/99 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং।
এদিন ভোট দিয়েও ফের একবার পাহাড়বাসীকে রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান। নেতার কথায়, "আমরা খুব খুশি ৷ রাজুকে জেতানোর জন্য আমরা বিজেপিকে সমর্থন করছি ৷ আমি চাই ফের একবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক ৷ আমাদের পুরনো দাবিদাওয়া পূরণ হোক ৷ সেই দাবিতে এখনও অনড় আছি। দার্জিলিংয়ে যদি এবার বিজেপি জেতে তাহলে টানা চারবার গেরুয়া শিবিরের এই জয়ে আমরা আনন্দিত হব ৷" রাজনৈতিকমহলের মতে, বিমল গুরুংয়ের সাংগঠনিক শক্তি এখন আগের থেকে অনেকটাই কমেছে। পাহাড়ে নিজের অস্তিত্ব বাঁচানোই তাঁর কাছে মূল লক্ষ্য। প্রথমে তাঁর নিজের লড়ার কথা ছিল। তবে সংগঠনের শক্তি দেখে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হন।