পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবশেষে রাজ্যে বাইক ট্যাক্সিতে মিলল বাণিজ্যিক স্বীকৃতি - Bike Taxi

State Transport Department: অবশেষে রাজ্যে বাইক ট্যাক্সির চালকদের মিলল বাণিজ্যিক স্বীকৃতি ৷ 129টি চালকের হাতে তুলে দেওয়া হয়েছে পারমিট ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ সচিব ডক্টর সৌমিত্র মোহন ও রাজ্য সরকারের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:48 PM IST

বাইক ট্যাক্সিতে মিলল বাণিজ্যিক স্বীকৃতি

কলকাতা, 2 মার্চ:রাজ্যেরবাইক ট্যাক্সিগুলি পেল বাণিজ্যিক স্বীকৃতি ৷ শুক্রবার রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে চালকদের বাণিজ্যিক স্বীকৃতি দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই 129টি চালকের হাতে তুলে দেওয়া হয়েছে পারমিট ৷ আগামিদিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে জানা গিয়েছে ৷

অ্যাপ ক্য়াবের চড়া ভাড়া বাঁচাতে এখন আমজনতার ভরসা বাইক ট্যাক্সি ৷ তার উপর যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনো যায় ৷ কিন্তু সমস্যা হল এই সমস্ত বাইক ট্যাক্সিগুলির পারমিট ছিল না ৷ ব্যক্তিগত লাইসেন্স ব্যবহার করতেন চালকার ৷ তাই কোনও অঘটন ঘটলে কিংবা আরোহীর সঙ্গে কোনও অপ্রিতীকর ঘটনা ঘটলে সমস্য়ায় পড়েতে হত প্রশাসনকে ৷ এমনকী বাইক চালকদেরও পুলিশি হেনস্থার শিকার হতে হত ৷ তাই তাঁদের সমস্যার কথা জানিয়ে একাধিকবার রাজ্য পরিবহণ দফতরে তথা পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে দরবার করেছেন মালিক ও চালক পক্ষ। তাঁদের কথা মাথায় রেখেই সল্টলেক পাবলিক ভেহিকেল দফতরে বাইক ট্যাক্সিকে বাণিজ্যিক পারমিট দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্নেহাশিস চক্রবর্তী জানান, যে নতুন পারমিট পাওয়ার পরে ব্যক্তিগত বাইকের নম্বর বাণিজ্যিক নম্বরে রূপান্তরিত হয়ে যাবে। আবার কেউ যদি আর ব্যবসা চালাতে না চান সে ক্ষেত্রে পুনরায় অ্যাপ্লিকেশন করে ব্যাক্তিগত পারমিট পেতে পারবেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ সচিব ডক্টর সৌমিত্র মোহন ও রাজ্য সরকারের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ।

প্রসঙ্গত, শহরের অ্যাপ ক্যাব সংস্থাগুলি ক্যাবের পাশাপাশি বেশ কয়েক বছর হল শুরু করেছে বাইক ট্যাক্সি পরিষেবা। এর ফলে বহু বেকার যুবক এবং যুবতীদের রোজগারের সুযোগ হয়েছে ৷ তবে শহর ও শহরতলি জুড়ে যত হাজার বাইক ট্যাক্সি রয়েছে তার প্রায় অধিকাংশর বাণিজ্যিক পারমিট নেই । অর্থাৎ হলুদ নম্বর প্লেট নেই । তবুও জীবিকা নির্বাহের জন্য পুলিশের চোখে ধুলো দিয়ে তাঁদের কাজ চালিয়ে যেতে হচ্ছিল । স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে যাত্রী সুরক্ষা খুব একটা ছিল না । বাণিজ্যিক পারমিট পাওয়ায় এবার থেকে বাইক আরোহীদের নিরাপত্তাও চলল ৷

আরও পড়ুন:

  1. 31 মার্চ পর্যন্ত বাড়ল ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জরিমানা মকুবের সময়সীমা
  2. পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদে পরিবহণ ভবন অভিযানের ডাক 5 বাস সংগঠন
  3. শীঘ্রই কী বালুরঘাটে চালু হবে পরিষেবা, রাজ্যের আধিকারিকদের বিমানবন্দর পরিদর্শনের আশায় জেলাবাসী

ABOUT THE AUTHOR

...view details