শালতোড়া, (বাঁকুড়া) 31 অগস্ট: বাঁকুড়ার শালতোড়ার লাপাহাড়ি মোড়ে চলন্ত বাইকে বিস্ফোরণের ঘটনায় ডিনামাইট বহন করার অভিযোগ ৷ শুক্রবার রাতের ঘটনায় ডিনামাইট বিস্ফোরণেই বাইক আরোহী জয়দেব মণ্ডলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ যদিও, পুলিশের তরফে ডিনামাইট বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ওই ব্যক্তি বেআইনি খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি, এনআইএ তদন্তের দাবিও তুলেছে বিজেপি ৷
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু তার উদ্ধার হয়েছে ৷ সেগুলি ডিনামাইট ও জিলেটিন স্টিকে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বিস্ফোরণের ঘটনায় জানিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ ৷ কী কারণে বিস্ফোরণ হয়েছে ? তা জানতে বাইকটির পরীক্ষা করা হচ্ছে ৷ সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নমুনা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷
তবে, এই ঘটনায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মৃত জয়দেব মণ্ডল বেআইনি পাথর খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ৷ দুর্ভাগ্যবশত সেই ডিনামাইট বিস্ফোরণ হয় এবং তিনি মারা যান ৷ এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রমাণ লোপাটের জন্য দ্রুত জয়দেব মণ্ডলের দাহ করার চেষ্টা করছে বলেও অভিযোগ শুভেন্দুর ৷ তিনি এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে উল্লেখ করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেন ৷