পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা থেকে আইআরসিটিসি'র 'দেবভূমি' উত্তরাখণ্ড যাত্রা, কীভাবে বুকিং করবেন ? - DEV BHOOMI UTTARAKHAND YATRA

উত্তরাখণ্ডের একাধিক পর্যটন কেন্দ্র ঘুরে দেখার জন্য চালু হল দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা। 'ভারত গৌরব মানসখণ্ড এক্সপ্রেস' নামক এই বিশেষ ট্রেনটিতে যাত্রীদের নিয়ে যাওয়া হবে।

DEV BHOOMI UTTARAKHAND YATRA
আইআরসিটিসি'র দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 10:51 AM IST

কলকাতা: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর ! এবার উত্তরাখণ্ডের একাধিক পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ করে দিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। ডিসেম্বরের 3 তারিখ 'দেবভূমি উত্তরাখণ্ড যাত্রার' পরিষেবা চালু হতে চলেছে আইআরসিটিসি ৷

বুধবার পূর্ব রেল ও আইআরসিটিসি-র পক্ষ থেকে একটি যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হয়। উত্তরাখণ্ডের একাধিক পর্যটন কেন্দ্র ঘুরে দেখার জন্য চালু হল দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা। 'ভারত গৌরব মানসখণ্ড এক্সপ্রেস' নামক এই বিশেষ ট্রেনটিতে যাত্রীদের নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ট্রেনের বুকিং ৷

'দেবভূমি' উত্তরাখণ্ডের নৈসর্গিক দৃশ্য (ইটিভি ভারত)

আগামী 3 ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে 'ভারত গৌরব' এই বিশেষ ট্রেনটি ছাড়বে ৷ ফিরবে 13 ডিসেম্বর। উত্তরাখণ্ডের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে ৷ আইআরসিটিসি এবং উত্তরাখন্ড ট্যুরিজমের যৌথ উদ্যেগে এই ট্যুরের ব্যবস্থা করা হয়েছে ৷

নৈনিতাল 'দ্য সিটি অফ লেক' (ইটিভি ভারত)

উত্তরাখণ্ডের যে সব পর্যটন স্থানগুলি দেখানো হবে সেগুলির মধ্যে কয়েকটি হল আলমোরা, ভীম তাল, লোহাঘাট, চৌকোরি, নৈনিতাল ও টনকপুর ৷ এছাড়াও রয়েছে আরও কয়েকটি জায়গা। আইআরসিটিসি সংস্থার গ্রুপ জেনারেল ম্যানেজার জানান, ভারত গৌরব ট্যুরিস্ট প্যাকেজের মধ্যে শুধুমাত্র উত্তরাখণ্ডের পর্যটক কেন্দ্রগুলিই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ কারণ উত্তরাখণ্ডের একাধিক তীর্থস্থানও রয়েছে ৷ আর ডিসেম্বর মাসে সেগুলি বন্ধ থাকে ৷ এ কথা মাথায় রেখে ধর্মীয় স্থানগুলি ছাড়া অন্যান্য বাকি পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে। পর্যটকদের সুবিধার জন্যে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে আপ ও ডাউন লাইনে বর্ধমান, আসানসোল, ঝাঝা, বারৌনী, হাজিপুর, গোরাক্ষপুর, লখনউ স্টেশনে থামবে।

ভারত গৌরব মানসখণ্ড এক্সপ্রেস (আইআরসিটিসি)

মূলত এটি 10 রাত ও 11 দিনের প্যাকেজ ৷ থার্ড এসি-তে নিয়ে যাওয়া হবে ৷ হোটেল ব্যবস্থাও আইআরসিটিসি-র পক্ষ থেকে করা হবে ৷ জানানো হয়েছে যে, আইআরসিটিসি পক্ষ থেকে স্ট্যান্ডার্ড হোটেল অথবা গেস্ট হাউস কিংবা হোম স্টেতে রাখা হবে যাত্রীদের। নিরামিষ খাবার পরিবেশন করা হবে। বিভিন্ন ভ্রমণ স্থান ঘুরে দেখার জন্য নন এসি গাড়ির ব্যবস্থা রয়েছে ৷ প্রয়োজনে স্থানীয় ট্যুর ম্যানেজার দেওয়া হবে ৷ এছাড়াও থাকছে যাত্রী বীমার সুবিধা।

দেবপ্রয়াগের মনোরম দৃশ্য (ইটিভি ভারত)

দু'ধরনের প্যাকেজ রয়েছে ৷ একটি হল স্ট্যান্ডার্ড প্যাকেজ ৷ অন্যটি হল ডিলাক্স প্যাকেজ ৷ স্ট্যান্ডার্ড প্যাকেজে মাথাপিছু খরচ পড়বে 30,925 টাকা। অন্যদিকে ডিলাক্স প্যাকেজে মাথাপিছু খরচ পড়বে 38,535 টাকা।

এই প্যাকেজ সম্বন্ধে জানতে হলে আই আরসিটিসির হেল্প লাইন নাম্বার 8595904074 /75 যোগাযোগ করা যেতে পারে। www.irctctourism.com মাধ্যমে অনলাইনে বুকিং করা যাবে। এছাড়াও সংস্থার অফিসে গিয়ে অফলাইন টিকিট বুকিং করতে পারেন।

ABOUT THE AUTHOR

...view details