পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরাবুলের গ্রেফতারির পর উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে উদ্ধার বোমা - Arabul Islam

Bhangar Unrest: পঞ্চায়েত নির্বাচনের আগে এক আইএসএফ কর্মী খুনের ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলামকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ ৷ তার পর থেকে থমথমে ছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পরিস্থিতি ৷ শুক্রবার সকালে পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অন্যদিকে একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে উদ্ধার হয় বোমা ৷

Bhangar Unrest
Bhangar Unrest

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 2:08 PM IST

Updated : Feb 9, 2024, 2:51 PM IST

আরাবুলের গ্রেফতারির পর উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে উদ্ধার বোমা

ভাঙড়‌, 9 ফেব্রুয়ারি: প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের আরাবুল ইসলামকে গ্রেফতারের পর শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে । অন্যদিকে এ দিন সকালে একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাশেই তাজা বোমা উদ্ধার হয় ৷ এই নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মী ও সমর্থকরা । সেই দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে বিপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুই পক্ষের কর্মী ও সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে ।

অন্যদিকে ভাঙড়ের পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলের পাশ থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । সকালে ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা গিয়েছিল ওই পরীক্ষা কেন্দ্রে । এরপর বেশ কয়েকজন স্কুলের পিছনের একটি জঙ্গলে যেতেই দেখতে পায় যে জঙ্গলে পড়ে রয়েছে তাজা বোমা । এরপর খবর দেওয়া হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ । এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুলের ছেলেরা প্রথমে এই তাজা বোমা দেখতে পায় ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচনের সময় বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও তোলাবাজি, খুন-সহ একাধিক অভিযোগে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ । রাতেই আরাবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় লালবাজারে । বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটর আদালতে শুক্রবার আরাবুলকে পেশ করা হবে । আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

এদিকে আরাবুলের ছেলে হাকিমুলের দাবি, তাঁকে ও তাঁর বাবাকে পুলিশ তৃণমূলের মিটিং নিয়ে আলোচনার জন্য থানায় ডেকেছিল ৷ কিন্তু আলোচনার সময় জানানো হয় যে পঞ্চায়েত নির্বাচনের আগে আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হচ্ছে আরাবুলকে ।

আরও পড়ুন:

  1. তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম
  2. লালবাজারের সেন্ট্রাল লকআপে বিনিদ্র রজনী, আজ আদালতে পেশ আরাবুলকে
  3. রণক্ষেত্র ভাঙড়ে আরাবুলের ছেলের গাড়ি থেকে উদ্ধার বোমা
Last Updated : Feb 9, 2024, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details