পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামোজি ফিল্ম সিটি নিয়ে বাঙালিদের কৌতূহল সবচেয়ে বেশি - RFC in Hyderabad - RFC IN HYDERABAD

Travel And Tourism Fair: কলকাতায় রবিবার ছিল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের শেষ দিন ৷ বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটির স্টলে উপচে পড়া ভিড় ৷ মানুষজন স্টলে এসে জানতে চান ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা প্রয়াত রামোজি রাও-এর কথা ৷

Travel And Tourism Fair
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে রামোজি ফিল্ম সিটির স্টল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 7:40 PM IST

কলকাতা, 15 জুলাই:চলতি বছরের 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এ 'বেস্ট ডেকরেশন অ্যাওয়ার্ড' এসেছে 'রামোজি ফিল্ম সিটি'র ঘরেও। বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম সিটি ঘিরে বাঙলির কাছে কৌতূহলের শেষ নেই ৷ 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'-এর স্টলে ভিড় ছিল উপচে পড়া ৷ মানুষজন স্টলে এসে জানতে চান ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা প্রয়াত রামোজি রাও-এর কথা ৷ স্টুডিও ট্যুর থেকে শুরু করে বিনোদনের আরও নানা রসদ রয়েছে এখানে।

রামোজি ফিল্ম সিটি নিয়ে বাঙালিদের কৌতুহল সবচেয়ে বেশি (ইটিভি ভারত)

আধুনিকতা ও ইতিহাস যেখানে হাত ধরাধরি করে চলে, সেই জায়গার নাম হায়দরাবাদ। শুধু চারমিনার নয়, শপিং থেকে শুরু করে নিজাম সংস্কৃতি সবই রয়েছে হায়দরাবাদে। সেখানেই অবস্থিত বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই ৷ এমনই দাবি পর্যটন ব্যবসায়ীদের। এই মুহূর্তে রামোজি ফিল্ম সিটিতে গেলে খরচ কেমন, কোন সময়ে যাওয়া উপযুক্ত ? সেই নিয়েও ছিল অনুসন্ধানের বিষয়বস্তু।

কী কী দেখা যাবে:বিশ্বরে বৃহত্তম এই ফিল্ম সিটিতে দেখা যাবে প্রজাপতি পার্ক ও পাখির চিড়িয়াখানা ৷ আছে ম্যাজিক্যাল গ্লো-গার্ডেন, অবাক করা লেগ গার্ডেন্স ৷ 'বাহুবলী' থেকে শুরু করে 'আরআরআর', 'সালার' এবং সদ্য মুক্তিপ্রাপ্ত 'কল্কি 2898 এডি' মতো প্রচুর সিনেমার শুটিং হয়েছে ৷ সেই সমস্ত সিনেমার শুটিং স্পট দেখতে পারেন ৷ এই সিনেমায় যে সমস্ত দৃশ্য দেখানো হয়েছে, সেই সমস্ত জায়গা দেখতে পাবেন পর্যটকরা ৷ মন ভরাতে রয়েছে আরও নানান আকর্ষণীয় রসদ। সাহস অ্যাডভেঞ্চার থেকে শুরু করে ভিন্ন সময়ে লাইভ শো ও কার্নিভ্যাল হয় ৷

কখন যাবেন রামোজি ফিল্ম সিটি ঘুরতে:হায়দরাবাদ ঘুরতে গিয়ে রামোজি ফিল্ম সিটি না-ঘুরলে, ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায় ৷ সাধারণত মে এবং জুন মাস হায়দরাবাদে বেশি গরম পড়ে ৷ তারপর আসে বর্ষা৷ তাই এই দুই ঋতু বাদ দিয়ে সারা বছরই ঘোরার সুযোগ রয়েছে এই ফিল্ম সিটিতে ৷ তবে পুজো এবং শীতকাল এই ফিল্ম সিটিতে ঘুরতে যাওয়ার সেরা সময় ৷

ঘটনা প্রসঙ্গেই রামোজি ফিল্ম সিটি'র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট টিআরএল রাও বলেন, "শুধু ট্রাভেল এজেন্টরা নন, যারা ম্যারেজ পার্টি অ্যারেঞ্জ করেন তাঁরাও আসছেন খোঁজ নিতে। কেন না ওখানে বিয়ের ভেন্যু ব্যবস্থা আছে ৷ যারা ডেস্টিনেশন ওয়েডিং করতে চান, তারাও রামোজি ফিল্ম সিটিকে বাছতেই পারেন ৷ অনেকে পুজোর আবহে কার্নিভ্যালের সময়ে যেতে চাইছেন।" ভবিষ্যতে রামোজি ফিল্ম সিটির পরিকল্পনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, "আগামী দিনে বিভিন্ন ধরনের এগজিবিশন করা হয় রামোজি ফিল্ম সিটি।"

ABOUT THE AUTHOR

...view details