পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার মঙ্গলকোটের আনোয়ার শেখ - Terrorist Suspect Arrested by STF - TERRORIST SUSPECT ARRESTED BY STF

Terrorist Suspect Arrested by STF: বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত আরও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ ৷ ধৃত জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তার আরও দুই সঙ্গী আগেই এসটিএফের জালে ধরা পড়েছিল ৷

ETV BHARAT
জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার মঙ্গলকোটের আনোয়ার শেখ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 1:26 PM IST

পূর্ব বর্ধমান, 29 জুন: জঙ্গি সন্দেহে আনোয়ার শেখ নামে এক যুবককে গ্রেফতার করল এসটিএফ ৷ ধৃত জঙ্গির বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে ৷ অভিযুক্তকে শুক্রবার চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে ৷ ধৃত জঙ্গি বাংলাদেশের আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য ৷

দিনকয়েক আগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে জঙ্গি সন্দেহে মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল ৷ তার সহযোগী ছিল এই আনোয়ার শেখ ৷ হাবিবুল্লাকে গ্রেফতার করার পরেই আনোয়ার পালিয়ে যায় বলে অভিযোগ ৷ তারপর থেকে আনোয়ারের খোঁজে তল্লাশি শুরু করে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ অবশেষে চেন্নাই থেকে শুক্রবার গ্রেফতার করা হয় আনোয়ার শেখকে ৷ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে ৷

এসটিএফ সূত্রে খবর, আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাত জঙ্গি সংগঠনের আরও দু’জন সদস্যকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ কাঁকসার পানাগড়ের মীরে পাড়ার মহম্মদ হাবিবুল্লা ছাড়াও, হাওড়া থেকে গ্রেফতার করা হয়, নদিয়ার নবদ্বীপের হারেজ শেখকে ৷ হাবিবুল্লাকে জিজ্ঞাসাবাদ করেই হারেজের সন্ধান পেয়েছিল এসটিএফ ৷ এবার হাবিবুল্লার অন্যতম সঙ্গী আনোয়ার গ্রেফতার হওয়ায়, ধৃতের সংখ্যা দাঁড়াল তিন ৷ তবে, হাবিবুল্লা এবং আনোয়ার বাংলাদেশি জঙ্গি সংগঠন শাহাদাতের হয়ে ঠিক কী ধরনের কাজ করত ? আর এরে একে অপরের সঙ্গে কীভাবে জড়িত ? তা খতিয়ে দেখছে এসটিএফ ৷

উল্লেখ্য, 2014 সালের 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে নাম উঠে এসেছিল মঙ্গলকোটের কুলসোনা গ্রামের ৷ সেখানকার বাসিন্দা আবুল কালাম গ্রেফতার হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ৷ আবুল কালাম জেএমবি-র সঙ্গে জড়িত ছিল ৷ সে এই মুহূর্তে সাজা ভোগ করছে ৷ এবার সেই কুলসোনা গ্রামের আরেক যুবকের নাম জড়াল বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details