শিলিগুড়ি, 1 অগস্ট: বেঙ্গল সাফারি পার্কের বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার নাম বদলে হল সুরজ ও তনয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সাফারি পার্কের ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন বলে জানিয়েছেন, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী। আর নামবদলের পর যাবতীয় বিতর্কে জল ঢেলে স্বস্তিতে রাজ্যের বন দফতর।
- ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম বদল নিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী বলেন, "ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম নিয়ে সার্কিট বেঞ্চে যে মামলা ছিল, তার নিষ্পত্তি হয়েছে। অভিযোগ ছিল, যে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর নাকি ওই সিংহ দম্পতির নামকরণ করেছে। আমরা প্রমাণ করে দিয়েছি যে, ত্রিপুরার সরকার ও সংশ্লিষ্ট জু অথরিটি ওই সিংহ দম্পতির নামকরণ করেছিল। তাতে আমাদের কোনও ভূমিকা ছিল না। যে মুহূর্তে এ রাজ্যের সরকারের কাছে বিষয়টি অবগত হয়েছে, তখনই কোনও বিতর্কিত নাম যাতে না-থাকে তার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেই মতো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো হয় এবং নামকরণও করা হয়।"
- পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, এই মামলাটি যদি হতে পারে তাহলে তা একমাত্র পিআইএল হিসেবে হতে পারে। কোনও ব্যক্তিগত স্বার্থে হবে না। আমাদের আবেদনকে আদালত মান্যতা দিয়েছে। এইজন্য আদালত জানিয়ে দেয় এই লিটিগেশনের নিষ্পত্তি করা হল। যদি কেউ পিআইএল করতে চায় তবে চিফ জাস্টিসের কাছে সেই ক্ষমতা রয়েছে, সেখানে ওই মামলা রুজু করতে হবে। যেহেতু অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে তাই আর পিআইএল করা যাবে না।"
- এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "আমরা আগেই জানিয়েছিলাম এতে বিতর্কের কিছু ছিল না। কারণ ওই সিংহদের নাম আমাদের রাখাই ছিল না। ওটা ত্রিপুরা সরকারের দেওয়া। আদালতে তা প্রমাণ হয়েছে। মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নামকরণ করেছেন সুরজ ও তনয়া।"
আকবর ও সীতার বঙ্গে পা-প্রসঙ্গত, 12 ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুয়োলজিক্যাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা বাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর আনা হয়। পরিবর্তে বেঙ্গল সাফারি পার্ক থেকে পাঠানো হয় একটি রয়্যাল বেঙ্গল টাইগার।