বর্ধমান, 16 ডিসেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই ও ইডি-কে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর কথায়, "সিবিআই ও ইডি খাঁচায় বন্দি পাখি । তারা শুধু প্রভুর শেখানো কথা বলে । তাই তদন্ত করতে নেমেও প্রমাণ জমা দিতে পারে না । চার্জশিট জমা দিতে পারে না । ফলে, একের পর এক জামিন হয়ে যায়।"
আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই ৷ ফলে জামিন পেয়েছেন দু'জনেই ৷ সেই ঘটনার রেশ টেনে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থাকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ৷ রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে সিবিআই ও ইডিকে কটাক্ষ করেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷
কেন্দ্রকে আক্রমণ রাজ্যের কৃষিমন্ত্রীর (ইটিভি ভারত)
তিনি বলেন, "সিবিআই-এর এ কী অবস্থা ! একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হল ৷ ঘটনাটি নিয়ে এত কিছু হল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন । নির্যাতিতার পরিবারকে তিনি বলেন, আমাদের উপর ভরসা না-হলে সিবিআই তদন্ত করবে । এরপর তদন্ত শুরু করল সিবিআই ৷ কিন্তু, চার্জশিট জমা দিতে পারছে না সিবিআই ৷ আসলে সিবিআই আর ইডি হচ্ছে খাঁচায় বন্দি পাখি । প্রভুর কথা বলে । তাই একটা কেসও প্রমাণ করতে পারে না । দুই শতাংশও ওদের সাফল্য নেই । এই তো কিছুদিন আগে ডাক্তারদের আন্দোলন হল । পুরোটাই পরিকল্পিত ৷" রাজ্যের মন্ত্রীর কটাক্ষ, "এর মধ্যে আমাদের রাজ্যে দু'টো মামলার সমাধান হয়ে গেল । একটি মৃত্যুদণ্ড আর একটি যাবজ্জীবন সাজা ঘোষণা হল। আমরা তো পারছি । তাহলে, সিবিআই কেন পারছে না ? একটার পর একটা বেল হয়ে যাচ্ছে কেন ?"
এরপর কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "দিল্লির হাতে অনেক টাকা ৷ তারা টাকা দিয়ে বেশ কিছু টিভি চ্যানেলকে কিনে নিয়েছে । কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন হাজার চেষ্টা করলেও হবে না । শেষকথা টিভি বা মিডিয়া বলবে না ৷ বাংলার মানুষ বলবে ।" সেই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "2026 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবে ।"