কলকাতা, 9 জানুয়ারি: আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে বুধবার নবান্নে এটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মাস ঘুরলেই বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে। হাতে বিশেষ সময় নেই। তাই শেষ মুহূর্তে প্রস্তুতি এবং বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন করা হয়। সেখানে রাজ্য প্রশাসন তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।
মূলত, আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে মাথায় রেখে এই পদক্ষেপ। এই বৈঠকের সমস্ত দফতরকে 15 জানুয়ারির মধ্যে কোন কোন বিষয়ে নীতি-পরিকল্পনা উপস্থাপন করা হবে, তা মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে বিনিয়োগের প্রস্তাব বিভিন্ন দফতরে আসার সম্ভাবনা রয়েছে, সেই সম্পর্কেও একটি রিপোর্ট তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে।
নবান্ন সূত্রের খবর, বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ এবং মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য সংক্রান্ত একাধিক কমিটির কো-চেয়ারম্যান, বণিকসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকরা। গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা বৈঠকে সমস্ত দফতরের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আসন্ন বাণিজ্য সম্মেলনে দফতরগুলির অংশগ্রহণ সম্পর্কিত নীতিগুলি এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এর পাশাপাশি শিল্প জগতের সঙ্গে যুক্ত অফিসগুলিকে কোনও নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগের তালিকা 15 জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।