কলকাতা, 24 মে: ভোট গ্রহণের আগে নন্দীগ্রামে খুনোখুনি ও রক্তপাতের ঘটনায় রিপোর্ট চাইল রাজভবন ৷ শুক্রবার সকালে রাজভবনের তরফে রাজ্যের কাছ থেকে মহিলা বিজেপি কর্মী খুন এবং নন্দীগ্রামে অশান্তির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে ৷ রাজ্যপাল কোনওভাবেই রক্তপাতে বিশ্বাসী নয় ৷ রক্তপাত বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট জানানো হয়েছে রাজভবনের পক্ষ থেকে ৷
বুধবার রাতের খুনের ঘটনায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? আর যদি নেওয়া হয়ে থাকে তারপরেও কেন অশান্তি থামানো যাচ্ছে না, সে বিষয়েও বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসাবাজারে মহিলা বিজেপি কর্মী রথীবালা আড়িকে বাঁশ দিয়ে পেটানোর পর কুপিয়ে খুনের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৷ এদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট হবে শনিবার, 25 মে ৷
মৃতের পরিবারের তরফে ইতিমধ্যে 25 জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান-সহ অধিকাংশই তৃণমূল নেতা ৷ যা নিয়ে গত দু'দিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ এই পরিস্থিতিতে শুক্রবার ওই ঘটনায় রাজভবনের তথা রাজ্যপালের রিপোর্ট চাওয়া নতুন মাত্রা যোগ করেছে বলেই বিশেষজ্ঞ মহলের একাংশের মত ৷