গঙ্গাসাগর, 14 ফেব্রুয়ারি: বজবজ থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল বাংলাদেশের জাহাজ। বাংলাদেশ যাওয়ার সময় বঙ্গোপসাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে ধাক্কা মারল জাহাজটি ৷ ঘটনার জেরে ওপার বাংলার জাহাজটি ডুবে যেতে থাকে ৷ খবর পেয়েই সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ডুবন্ত জাহাজ থেকে 12 জন বাংলাদেশিকে উদ্ধার করেন সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার পুলিশকর্মীরা।
সাগর গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাঁদের সাগর থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সকলের সুস্থ আছেন বলে জানা গিয়েছে। জাহাজটি মুহূর্তের মধ্যে হুগলি নদীর মোহনায় ডুবে যায়। ফলে টনটন ফ্লাইঅ্যাশ জলে মিশে গিয়েছে। সূত্রের খবর, এমভিসি ওয়ার্ল্ড নামের ওই জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। ফ্লাইঅ্যাশ বোঝাই জাহাজটি বজবজ থেকে রওনা দেয় ৷ বৃহস্পতিবার বিকেলে মুড়িগঙ্গা হয়ে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে থাকা একটি চড়ে ধাক্কা মারে ৷
পুলিশি তৎপরতা
জাহাজ ডুবে যাওয়ার খবর প্রথম পৌঁছয় সুন্দরবন পুলিশ জেলার সাগর থানায় ৷ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণ নায়েকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ ডুবন্ত জাহাজ থেকে 12 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। নদীতে ভাটার টানে জল কমে গিয়েছিল অনেকটাই। সেসময় জাহাজটি সাগরের পারে আসতে গিয়ে চড়ে ধাক্কা খায়। তাতেই ডুবে যেতে থাকে জাহাজটি ৷ পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করা যায়।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাঁদের বাংলাদেশের কোথায় বাড়ি, কী কাজ করেন ? তাও খতিয়ে দেখা হচ্ছে । ডুবন্ত জাহাজটিকেও কীভাবে সরানো যায় তা নিয়েও শুরু হয়েছে চর্চা ৷ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে উপায় খুঁজছে পুলিশ। পাশাপাশি কেন ঘটনাটি ঘটল, তারও তদন্ত শুরু হয়েছে ৷ বাংলাদেশের নাগরিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কোন সংস্থার থেকে তাঁরা ফ্লাইঅ্যাশ কিনেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।