কলকাতা, 20 এপ্রিল: দেশের 102টি কেন্দ্রে প্রথম দফার ভোটে শুরু হয়েছে লোকসভা নির্বাচন ৷ বিভিন্ন রাজ্যের 102টি কেন্দ্রের মধ্যে ছিল এ রাজ্যের এ রাজ্যের তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার ৷ তারপরে আজ মোট ভোটদানের প্রকৃত ছবিটা সামনে আনল জাতীয় নির্বাচন কমিশন ৷
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, 2019 লোকসভা নির্বাচনে ভোটদান আরও অবাধে হয়েছিল ৷ এবছর তিন কেন্দ্রেই ভোটদানের হার কমেছে ৷ ফলে তিন কেন্দ্র মিলিয়েও ভোটের হারে পিছিয়ে পড়েছে 2024 সালের লোকসভা নির্বাচন ৷ পাঁচ বছর আগে তিন কেন্দ্রে গড় ভোট পড়েছিল 84.79 শতাংশ ৷ গতকাল সেটা কমে দাঁড়িয়েছে 81.86 শতাংশ ৷ অর্থাৎ, তিন কেন্দ্র মিলিয়ে 2.96 শতাংশ ভোটদান কম হয়েছে ৷
জলপাইগুড়ি: তিন কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতেই সবচেয়ে বেশি ভোটদান হয়েছে ৷ সেখানে ভোট পড়েছে 83.66 শতাংশ ৷ যা গত লোকসভার তুলনায় 2.85 শতাংশ কম ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল 86.51 শতাংশ ৷
কোচবিহার: 2019 সালে কোচবিহারে ভোট পড়েছিল 84.09 শতাংশ ৷ 2024 সালে সেটা কমে দাঁড়িয়েছে 82.17 শতাংশে ৷ অর্থাৎ, কোচবিহারে ভোটদানের হার কমেছে 1.91 শতাংশ ৷
আলিপুরদুয়ার: 2019 সালে আলিপুরদুয়ারে ভোট পড়েছিল 83.79 শতাংশ ৷ 2024 সালে সেটা কমে দাঁড়িয়েছে 79.76 শতাংশে ৷ অর্থাৎ, ভোটদানের হার কমেছে 4.03 শতাংশ ৷ তিন কেন্দ্রের মধ্যে এখানেই ভোটদানের হার সবচেয়ে বেশি কমেছে ৷
যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, সাত দফা নির্বাচনের প্রথম ও বৃহত্তম ধাপের ভোটগ্রহণে সবচেয়ে বেশি ভোটদান হয়েছে লাক্ষাদ্বীপে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পড়েছে 83.88 শতাংশ ৷ ভোটদানের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে । তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ৷ পড়শি রাজ্যে অবশ্য একটি আসনেই ভোট হয়েছে ৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 81.62 শতাংশ ৷ যা পশ্চিমবঙ্গের তুলনায় মাত্র 0.24 শতাংশ কম ৷ সিকিমে ভোটদানের হার 80.03 শতাংশ ৷ সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে ৷ লালুর রাজ্যে ভোটদানের হার 48.88 শতাংশ ৷
গত লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গই বিজেপির তুরুপের তাস ৷ নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূলও চাইছে পুরনো জায়গা ফিরে পেতে ৷ ফলে রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরবঙ্গ ৷
প্রথম দফায় তিন জেলা ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেট মিলিয়ে মোট ভোটারদের সংখ্যা 19 লক্ষ 66 হাজার 893 । তার মধ্যে 11 লক্ষ 52 হাজার 88 জন ভোটার আজ ভোট দিয়েছেন । ভোটকর্মী ছিলেন 27 হাজার 907 জন । 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হয়েছে । যদিও 581 জন মাইক্রো অবজারভার ছিলেন । এর সঙ্গে ছিলেন তিন জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয়-ব্যয় পর্যবেক্ষক । মোট 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল । পাশাপাশি ছিল 10 হাজার 150 জন রাজ্য পুলিশ।
দেশের সাধারণ নির্বাচনের ইতিহাস তিন কেন্দ্রকে ‘শান্ত’ তমকা দিলেও রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি দেখেছিল দেশে ৷ সিআইএসএফ জওয়ানের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷ ফলে উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক ৷ প্রথম দফায় বিভিন্ন জায়গা থেকে 556টি অভিযোগ জমা পড়লেও কমিশন জানিয়েছে, তিন জেলাতেই শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ ৷ দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন ছিল শান্তিপূর্ণ । গতকাল সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব ।
আরও পড়ুন:
- তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে
- বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল 60 শতাংশের বেশি
- ডুডল বদলে দেশের নির্বাচনী উৎসবে শরিক গুগল