পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাড়োয়াতে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ

রাজ্যের 6টি কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন শুরু হয়েছে আজ সকাল থেকেই ৷ ভোট শুরু হতেই অশান্ত উত্তর 24 পরগনার নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ৷

WB BYE ELECTION 2024
বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে ঝামেলা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 9:59 AM IST

হাড়োয়া, 13 নভেম্বর:সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে ৷ বুধবার ভোট শুরুর খানিক পরই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ৷ হাড়োয়া বিধানসভার সদরপুর হাইস্কুলের 200 নম্বর বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসাচ্ছিলেন তৃণমূলকর্মীরা। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়।

পাশাপাশি জানালা থেকে পুরো ইভিএমের ভিডিয়ো করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। এমনটা জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস সেখানে গিয়ে বাধা দেয়। শুরু হয় দু'পক্ষের মধ্যে তুমুল বচসা।

তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ (ইটিভি ভারত)
  • এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী-রবিউল ইসলাম
  • বিজেপি প্রার্থী- বিমল দাস
  • কংগ্রেস প্রার্থী-হাবিব রেজা
  • আইএসএফ প্রার্থী বেছেছেন- পিয়ারুল ইসলামকে

কেন এই কেন্দ্রে উপনির্বাচন

হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার কয়েক মাস বাদে প্রয়াত হন ৷ তাই এই কেন্দ্রে এই উপনির্বাচন ৷ হাড়োয়ার জন্য বরাদ্দ হয়েছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ হাড়োয়া বিধানসভার মোট ভোটার 2 লক্ষ 69 হাজার 103 জন । তার মধ্যে মহিলা ভোটার 1 লক্ষ 30 হাজার 393 জন । পুরুষ ভোটার 1 লক্ষ 38 হাজার 705 জন । মোট বুথ 297টি । উত্তেজনাপ্রবণ বুথ 34টি । রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন 1 হাজার 670 জন ।

এর পাশাপাশি ভোট শুরু হতে না-হতেই সরগরম নৈহাটি মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের 63 নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ।কাঠগড়ায় তৃণমূল। নৈহাটির 79 নম্বর বুথের আশেপাশের বিজেপ ফ্লেক্স, ব‍্যানার ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পুরো ঘটনায় নির্বাচন কমিশনকে ইমেল করে অভিযোগ জানান বিজেপি প্রার্থী রূপক মিত্র।

ABOUT THE AUTHOR

...view details