সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: রবিবার সকাল থেকেই ফের উত্তেজনা সৃষ্টি হল ভোজেরহাট এলাকায় । এদিন ভোজেরহাট হয়ে সন্দেশখালি আসছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম । আগে থেকেই সেখানে উপস্থিত ছিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্দেশখালিতে ঢুকতে চাইলে তাদেরকে প্রথমে বাধা দেয় পুলিশ । ভাঙড় থানা বর্তমানে কলকাতা পুলিশের অধীনস্থ ফলে সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশকর্মীরা । তাদেরকে কোনওভাবেই সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হয়নি ৷
এরপরেই কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা । সেই টিমের সদস্যদের সঙ্গে বচসা হয় পুলিশের এবং এরপর তাঁরা রাস্তায় বসে পড়েন । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁরা ওই ভোজেরহাটের রাস্তাতেই বসে রয়েছেন । এরপর এই ঘটনাস্থলে সন্দেশখালি থেকে রাজ্য পুলিশের অতিরিক্ত বাহিনীকে পাঠানো হয় ভোজেরহাটের উদ্দেশ্যে । রবিবার 144 ধারা জারির কারণে সন্দেশখালির 52 কিলোমিটার দূরে ভোজেরহাট এলাকাতেই আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের ৷ তারপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সদস্যরা ৷ বসে পড়েন রাস্তায় ৷ এই ঘটনার জেরে যান চলাচব স্তব্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ৷