বিরোধী শূন্য সাগর সমবায় সমিতি, 12টি আসনে জয় তৃণমূলের - SAGAR COOPERATIVE SOCIETY ELECTION
উপনির্বাচনের আগে বড় জয় তৃণমূল কংগ্রেসের ৷ গঙ্গাসাগর সমবায় সমিতির 12টি আসনই দখল করল তৃণমূল ৷ বিজয় মিছিলে হাঁটলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ৷
গঙ্গাসাগর, 29 অক্টোবর:উপনির্বাচনের আগে বড়সড় জয় তৃণমূল কংগ্রেসের ৷ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলায় সাগর সমবায় সমিতির 12টি আসনই দখল করল ঘাসফুল শিবির ৷ বিরোধীদের কার্যত নাস্তানাবুদ করল রাজ্যের শাসক শিবির ৷
জয়ের পর সবুজ আবিরে বিজয় উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ উৎসবে সামিল হন জয়ী প্রার্থীরাও ৷ শুধু তাই নয়, বিরোধী শূন্য করার আনন্দে দলের কর্মী-সমর্থক এবং বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ৷ তাদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান তিনি ৷ এর আগেও তৃণমূলের দখলে ছিল মন্দিরতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি ৷ সেই জয়ের ধারাকেই অব্যাহত রাখলেন দলের এবারের প্রার্থীরা ৷
12টি আসনে জয় তৃণমূলের (ইটিভি ভারত)
রাজ্যের 6টি আসনে ইতিমধ্যেই উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ আগামী 13 নভেম্বর প্রতিটি আসনে হবে উপনির্বাচন ৷ ভোটের ফল জানা যাবে 23 নভেম্বর ৷ এই 6টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে 5টি আসন নিজেদের দখলে নেয় তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির দখলে থাকে একটি আসন ৷ ইতিমধ্যেই প্রতিটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক-বিরোধী উভয় শিবির ৷
আসন্ন উপনির্বাচনের রণনীতি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে প্রতিটি দল ৷ প্রচারও শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের মনোনিত প্রার্থীরা ৷ এই আবহে গঙ্গাসাগরের সমবায় সমিতির এই জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ অন্যদিকে, এই জয় শাসক শিবিরের কর্মী-সমর্থকদের আসন্ন নির্বাচনে লড়াইয়ের জন্য উজ্জীবিত করেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের ৷
এদিন বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার প্রাপ্ত-সহ সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহিতোষ দাস । জয় প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "সাগরের মাটি তৃণমূলের শক্তঘাঁটি ৷ কংগ্রেস-সিপিএম মিলিয়ে 10 জন প্রার্থী দিয়েছিল ৷ সুতরাং, বাকি 2টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে তৃণমূল ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের আস্থা রয়েছে ৷ তাই এই জয় ৷"