পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মায়ের কোল শূন্য করো না', ডায়মন্ড হারবারে শান্তিপূর্ণ ভোটের বার্তা বাউল শিল্পীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Baul Artist Awareness Message: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সাধারণ মানুষকে বিশেষ গান শুনিয়ে সচেতন করছেন বাউল শিল্পী ৷ মঙ্গলবার ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে শান্তির বার্তা দিলেন তিনি । ভোটাররাও মনোযোগ সহকারে গান শুনলেন স্বপন দত্তের ৷

Lok Sabha Election 2024
বাউল শিল্পী স্বপন দত্ত (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 8:51 PM IST

ডায়মন্ড হারবারে শান্তিপূর্ণ ভোটের বার্তা বাউল শিল্পীর (নিজস্ব প্রতিনিধি)

ডায়মন্ড হারবার, 14 মে: লেখক অরিন্দম দাসের কথায়, "চাই না এমন নির্বাচন, চাই না এমন ভোট । যেখানে মানুষেরা নয় এক জোট । শান্তি ভুলে মানুষ ভোটযুদ্ধে আত্মহারা ৷ সভ্যতার প্রদীপ নিভে রাজপথে বয় রক্তনদীর ধারা..."

গণতন্ত্রের উৎসব নির্বাচন ৷ অথচ এই উৎসব এলেই ঝরে রক্ত ৷ হিংসার বলি হন অসংখ্য মানুষ ৷ খালি হয়ে যায় কত মায়ের কোল ৷ স্বামীহারা হন কত স্ত্রী, অনাথ হয়ে যায় কত শিশু ৷ এবারের লোকসভা নির্বাচনে যাতে তেমনটা না হয়, তাই 'শান্তির দূত' হিসাবে গ্রামে গঞ্জে-মেঠো পথ থেকে নদী পথে পৌঁছে যাচ্ছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷ শান্তিপূর্ণ ভোটের আর্জি জানাচ্ছেন তিনি ৷ গানে গানে চলছে তাঁর এই মানবিক প্রচার ৷

বাউল স্বপন দত্ত বলেন, "ভোট এলেই সর্বত্রই ভয় আতঙ্কের ছবি দেখা যায় । বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে হিংসার ঘটনা । তাই বলে ভোটদান থেকে বিরত থাকলে চলবে না । মানুষের মধ্য থেকে সেই আতঙ্ক দূর করতে হবে । সাধারণ মানুষকে আরও অনেক সচেতন হতে হবে । আর সেই কাজ করতেই আমার এই উদ্যোগ । আমি আশাবাদী আমার এই উদ্যোগ সমাজে ছাপ ফেলবে । রাজনৈতিক দলগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসন্ন নির্বাচনকে উৎসবের রূপ দেবে ।"

ভোটারদের সর্তক করছেন শিল্পী (নিজস্ব ছবি)

এর আগে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের মানুষকে সতর্ক করেছেন বাউল শিল্পী ৷ এবার তিনি এলেন ডায়মন্ড হারবারে ৷ শেষ দফায় এই লোকসভা কেন্দ্রে ভোট ৷ এখানে লড়ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীরা ৷ আগের চারটে দফার মতো আর অশান্তি যাতে না ছড়ায়, সেই লক্ষ্য স্বপন দত্তের ৷

তাঁর কথায়, "ভোটে যেন কোনওভাবেই মারামারি, কাটাকাটি, বোমাবাজি অথবা হিংসার ঘটনা যেন না ঘটে । ভোটে যেন কোন মায়ের কোল খালি না হয় । ভোট হল গণতন্ত্রের বড় উৎসব । সেখানে কেন হিংসার ঘটনা ঘটবে? ৷" যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার জন্য তিনি পুলিশ, রাজনৈতিক দলগুলি এবং নির্বাচন কমিশনের কাছে গানের মাধ্যমে দায়িত্ব পালনের আবেদন জানিয়েছেন । তাঁর এই গানে গানে প্রচারকে কুর্নিশ জানাচ্ছেন ভোটাররাও ৷

এ বিষয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার রূপেশ রায়ের বক্তব্য, "এক অভিনব উদ্যোগ নিয়েছেন বাউল শিল্পী । নিজ উদ্যোগে এলাকার মানুষ দেখে যেভাবে বাউল গানের মাধ্যমে সচেতন করছেন এই শিল্পী তা সত্যিই প্রশংসার যোগ্য । বাউল গান আমরা খুব ভালোবাসি এবং এই গানের মাধ্যমে আশা করি মানুষ অনেকটাই সচেতন হবে । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্ব যেমন রাজ্যের নির্বাচন কমিশনের সেই রকম সাধারণ মানুষেরও । আমরা চাই রক্তপাতহীন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক ।"

গানে গানে ভোট নিয়ে সচেতনবার্তা বাউল শিল্পীর (নিজস্ব ছবি)

কোন পারিশ্রমিকের বিনিময়ে নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের উদ্যোগে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই বাউল শিল্পী । তিনি বলেন, "এলাকার মানুষদের সচেতন করতে আমি পাহাড় থেকে সাগর পর্যন্ত যাত্রা করছি ৷ এই যাত্রা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি । ইতিমধ্যেই আমি 23টি জেলাতে আমার এই বাউল গানের মাধ্যমে এলাকার মানুষদের সচেতন করেছি । সাধারণ মানুষদের সাড়াও পেয়েছি অভূতপূর্ব । আমার এই গানের মাধ্যমে অনেক মানুষ সচেতন হয়েছে ৷ কয়েকটি দফায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে । আগামী দফায়ও অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এমনটাই আশা করছি ।"

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাইছেন বাউল শিল্পী (নিজস্ব ছবি)

আগামী 1 জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন । গরমকে উপেক্ষা করে সকল রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েছেন । চলছে জোরকদমে ভোট প্রচার । এই আসনে তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধানত লড়াই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির সঙ্গে ৷ এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে প্রতিকুর রহমানকে । আইএসএফের তরফে লড়ছেন মজনু লস্কর ।

আরও পড়ুন:

  1. শান্তিপূর্ণভাবে ভোট দিন, জলপথে সচেতনতার বার্তা বাউল শিল্পীর; রইল বিশেষ প্রতিবেদন
  2. রাষ্ট্রপতির অপমান ! গানের মাধ্যমে প্রতিবাদ বাউল শিল্পীর
  3. ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনেও প্রবলভাবে আলোচিত অভিষেকের উন্নয়ন মডেল

ABOUT THE AUTHOR

...view details