বসিরহাট,2মার্চ: সরানো হল বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে সিআইডি-র ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে ৷ তাঁর জায়গায় উত্তর 24 পরগনার বসিরহাট থানার আইসির দায়িত্ব কাঁধে এসেছে রক্তিম চট্টোপাধ্যায়ের । তিনি এতদিন পূর্ব বর্ধমান থানার সিআই ছিলেন ।
পুলিশের অবশ্য দাবি, এটা রুটিন বদলি ৷ কিন্তু সন্দেশখালি কাণ্ডের ঠিক এক মাস আগে বসিরহাট থানার আইসির দায়িত্ব পেয়েছিলেন কাজল বন্দোপাধ্যায় । এক মাস যেতে না যেতে তাঁর এই আচমকা বদলি নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে ৷
অনেকের দাবি, শাহজাহান কাণ্ডের জেরেই বদলি হতে হল কাজল বন্দোপাধ্যায়কে ৷ কারণ, বৃহস্পতিবার যখন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বসিরহাট আদালতের কোর্ট লকআপ থেকে এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তাঁর পিছনেই ছিলেন কাজল । অথচ, শাহজাহানের হাতে হাতকড়া পরানো কিংবা তাঁর হাত ধরে এজলাসে নিয়ে যাওয়া কোনওটায় সেসময় দেখা যায়নি । বরং আইসির সামনেই শাহজাহান দাপটের সঙ্গে এজলাসে প্রবেশ করেন ।
তখনই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সাধারণত বন্দিদের ক্ষেত্রে হাতকড়া পরানো কিংবা পুলিশ তাঁকে পাহারা দিয়ে হাত ধরে আদালতে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক । সচরাচর সেটাই দেখা যায় কোনও অভিযুক্তকে আদালতে পেশ করার সময় । কিন্তু, এক্ষেত্রে তার কোনওটাই ঘটেনি বলে অভিযোগ । আর সেই কারণেই ‘শাস্তি’ দেওয়া হল কাজল বন্দ্য়োপাধ্যায়কে, এমনটাই মনে করেন অনেকে ৷ যদিও তাঁর বদলির সঙ্গে সেদিনের কোনও ঘটনার যোগ নেই বলেই দাবি পুলিশের পদস্থ কর্তাদের । এই বদলি সম্পূর্ণ রুটিন মাফিক বলেই জানিয়েছেন তাঁরা ।