পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা নথিতেই আদালতে নিরাপদ সর্দার ! সন্দেশখালি মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারক - সন্দেশখালি মামলা

Sandeshkhali Incident: ফের বিচারকের ভর্ৎসনার মুখোমুখি হল পুলিশ ৷ সোমবার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রয়োজনীয় নথি ছাড়াই আদালতে পেশ করে পুলিশ ৷ এতে ক্ষোভ প্রকাশ করেন বিচারক ৷

ETV Bharat
সিপিএম নেতা নিরাপদ সর্দার

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 7:40 AM IST

সন্দেশখালি, 13 ফেব্রুয়ারি: ফের নথি পেশ করতে গড়িমসি ! সন্দেশখালি মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করল বসিরহাট আদালত ৷ প্রয়োজনীয় নথি ছাড়াই সোমবার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ৷ এতেই বিচারকের ক্ষোভের মুখে পড়তে হয় মামলার তদন্তকারী আধিকারিককে ৷

সূত্রের খবর, এই নথি জমা না-দেওয়া নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ ৷ এরপরই বসিরহাট আদালতের বিচারক ক্ষোভ প্রকাশ করে তদন্তকারী আধিকারিককে তিরস্কার করেন, "এটা সন্দেশখালি নয় ! আদালত ৷ পুলিশের এই আচরণ অপদার্থের মতো ৷"

আদালত সূত্রে খবর, সোমবার দুপুরে বসিরহাট থানা থেকে পুলিশের গাড়িতে সন্দেশখালি কাণ্ডে ধৃত সিপিএম নেতা নিরাপদ সর্দারকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে ৷ মামলার শুনানি শুরু হলে সওয়াল জবাবে তাঁর আইনজীবী আদালতে জানান, কেস ডায়েরি এবং ফরওয়ার্ড কপি ছাড়াই তাঁর মক্কেল নিরাপদ সর্দারকে আদালতে নিয়ে আসা হয়েছে ৷ বিষয়টি জানার পরই বিচারক পুলিশের উদ্দেশ্যে মন্তব্য করেন, "আসামিকে সম্পূর্ণ বেআইনিভাবে আদালতে পেশ করা হয়েছে ৷" তাই প্রয়োজনীয় নথি না-থাকায় থমকে যায় সন্দেশখালি মামলা ৷ রবিবারও অন্য একটি মামলায় ধৃত উত্তম সর্দার ও বিকাশ সিংহকে নথি ছাড়াই পেশ করা হয় এই আদালতে ৷ তখনও বিচারক পুলিশকে ভর্ৎসনা করেন ৷

বিচারক তদন্তকারী আধিকারিককে মামলার যাবতীয় নথি সংগ্রহ করতে ঘড়ি ধরে সময় বেঁধে দেন ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুনানি আটকে থাকবে ৷ এরপরই নথি সংগ্রহে তৎপর হয় পুলিশ ৷ সন্ধ্যার দিকে প্রয়োজনীয় নথি আদালতে এসে পৌঁছয় ৷ তারপর ফের শুনানি শুরু হয় ৷ আদালত সূত্রে খবর, 15 ফেব্রুয়ারি পর্যন্ত সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

নথি দিতে কেন এত গড়িমসি পুলিশের ? কেনই বা প্রয়োজনীয় নথি জোগাড় করতে পারছে না পুলিশ ? তাহলে কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে ? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷ যদিও পুলিশের তরফে এর কোনও সদুত্তর মেলেনি ৷ এদিকে, বসিরহাট থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত সিপিএম নেতা নিরাপদ সর্দার দাবি করেন, "পুলিশ অন‍্যায় করছে। মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ৷ এ লড়াই গরিবের লড়াই ৷ এ লড়াই চলবে ৷"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে নয়া নাটক! জামিনের পরই ফের গ্রেফতার উত্তম-বিকাশ
  2. 'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত‍্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের
  3. শাহজাহান শেখের জামিন মামলা, "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি" কটাক্ষ ইডির

ABOUT THE AUTHOR

...view details