পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার ব‍্যারাকপুরে, পুলিশের লাঠিচার্জে আহত বহু কর্মী-সমর্থক

BJPs Rally at Barrackpore: সোমবার ব্যারাকপুরে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি ৷ সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ব‍্যারাকপুর চিড়িয়ামোড়ে ৷ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী-সমর্থক ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 5:33 PM IST

BJPs Rally at Barrackpore
BJPs Rally at Barrackpore

বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার ব‍্যারাকপুরে

ব‍্যারাকপুর, 29 জানুয়ারি: বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ব‍্যারাকপুর চিড়িয়ামোড় সংলগ্ন এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব‍্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ । তাতে বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে । পুলিশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গন্ডগোল পাকানোর অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব । পরিস্থিতি এখনও যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে ।

জানা গিয়েছে, ব‍্যারাকপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার ব‍্যারাকপুর কমিশনারেটের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল গেরুয়া শিবির । পাশাপাশি আইন অমান্য কর্মসূচিও ছিল তাঁদের । সেই মতো এ দিন দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন ব‍্যারাকপুর স্টেশন চত্বরে । এরপর সেখান থেকে বিজেপির রাজ‍্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল ক্রমশ এগোতে শুরু করে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসের দিকে ।

বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার ব‍্যারাকপুরে

যদিও, পুলিশ কমিশনারের অফিসের দু'দিকের রাস্তার এক কিলোমিটার আগেই পুলিশ ব‍্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল । সেই সঙ্গে মজুত রাখা হয়েছিল জলকামান, কাঁদানো গ‍্যাসের শেল-সহ বিভিন্ন রণসজ্জায় সজ্জিত পুলিশের গাড়ি । ছিল র‍্যাফ ও কমব‍্যাট ফোর্সও। তাতেও অশান্তি ঠেকানো যায়নি ।

বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার ব‍্যারাকপুরে

সূত্রের খবর, বিজেপির মিছিল ব‍্যারিকেডের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়তে হয় কর্মী-সমর্থকদের । প্রথমে বাকবিতণ্ডা ! পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন আন্দোলনকারীদের একাংশ । অভিযোগ, জলকামান দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একসময় ব‍্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ কর্মীরা । রাস্তায় ফেলেও পেটানো হয় বলে অভিযোগ উঠেছে । পালটা পুলিশের দিকে ইটবৃষ্টি করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে । এই দু'য়ের জেরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে । সুকান্ত মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার ব‍্যারাকপুরে

এদিকে, পুলিশের এই লাঠিচার্জের তীব্র প্রতিবাদ জানান বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, "শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিনা প্ররোচনায় কাঁদানো গ‍্যাসের শেল ফাটিয়েছে । লাঠিচার্জ পর্যন্ত করেছে । তাতে অন্তত 20 থেকে 25 জখম হয়েছেন । যে পুলিশ দুষ্কৃতীদের আক্রমণে টেবিলের তলায় লুকোয়, তারা এ দিন যেন বীরপুরুষ হয়ে উঠেছে । আহতদের চিকিৎসার কোনও ব্যবস্থাই নেই বিএন বসু হাসপাতালে । তাই, আমরা তাঁদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি । গোটা ঘটনাটি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব । যা যা করার তাই করব । এত সহজে মুখ্যমন্ত্রীর পুলিশকে ছেড়ে কথা বলব না আমরা ৷"

অন‍্যদিকে, সোমবারও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালুর পক্ষে সওয়াল করেছেন বিজেপির রাজ‍্য সভাপতি । এমনকি, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন:

  1. মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর
  2. সন্দেশখালির রাজাকে কীভাবে সাজা দিতে হয় দেখিয়ে দেবে বিজেপি, হুঁশিয়ারি সুকান্তর
  3. জামাতের সঙ্গে কাজ করে শাহজাহান, বিজেপি ক্ষমতায় এলে ছাড় পাবে না, হুঁশিয়ারি সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details