শালতোড়, 25 মে: ভোট চলাকালীন বুথে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৷ গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে তীব্র বিক্ষোভ দেখালে, পালটা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ৷
শনিবার ষষ্ঠ দফার ভোট চলাকালীন বিজেপি প্রার্থী সুভাষ সরকার গিয়েছিলেন বাঁকুড়ার শালতোর বিধানসভার ঝংকা বুথে ৷ সেখানে তিনি যাওয়ার পরই পানীয় জলের দাবিতে তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় ভোটাররা ৷ বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভকারী গ্রামবাসীরা বলতে থাকেন, "পাঁচ বছরে এলাকার জন্য কী করেছেন ? বেরিয়ে যান এখান থেকে ৷" প্রার্থীকে মারতেও উদ্যত হন বিক্ষোভকারীরা । কেন্দ্রীয় বাহিনী কোনও রকমে সুভাষ সরকারকে সেখান থেকে বের করে এনে তাঁর গাড়িতে তুলে দেয় ৷
আরও পড়ুন: