নওদা, 30 ডিসেম্বর:পুলিশের জালে এবার ধরা পড়ল বাংলাদেশি জঙ্গি শাদ রবি ওরফে সাব শেখের পিসতুতো ভাই! অসম পুলিশের এসটিএফের হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি সাব শেখের এই ভাই এবার জঙ্গি সন্দেহে পুলিশের জালে গ্রেফতার হল। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্য সাব শেখের পিসতুতো ভাইকে রবিবার রাতে নওদার বাড়ি থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও অসম পুলিশ।
গ্রেফতার বাংলাদেশি জঙ্গি সাব শেখের আত্মীয়, কীভাবে এল পুলিশের জালে? - TERRORIST ARREST
মুর্শিদাবাদের নওদা থেকে সাজিবুল ইসলাম নামে ওই যুবককে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও অসম পুলিশ।
Published : Dec 30, 2024, 10:08 PM IST
নওদার দুর্লভপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাজিবুল ইসলাম নামের ওই যুবককে। এই সাজিবুল ইসলাম মহম্মদ সাব শেখের পিসতুতো ভাই। সাজিবুল ইসলামের আত্মীয়দের দাবি, রবিবার রাত আড়াইটে নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাজিবুলকে। পরিবারের দাবি, চাষাবাদ করত সে। এক বছর আগে সৌদি আরবে কাজে গিয়েছিল। কী কারণে বাড়িতে পুলিশের হানা? কেনই বা তাকে তুলে নিয়ে যাওয়া হল! বুঝতে পারছে না তার পরিবার। ঘটনাকে ঘিরে থমথমে পুরো এলাকা। সাজিবুল ইসলামের বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় সোমবার সকালেও।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই অসম পুলিশ হরিহরপাড়া থেকে দুই জঙ্গি সন্দেহে আব্বাস শেখ ও মিনারুল শেখ নামে দু'জনকে গ্রেফতার করে। যারা 'আনসারুল্লা বাংলার টিম (এবিটি)র' সদস্য বলে দাবি তদন্তকারীদের। তাঁদের জেরা করেই উঠে আসে মহম্মদ সাব শেখের নাম। কেরল থেকে গ্রেফতার করা হয় সাব শেখকে। এবার তারই এক আত্মীয় পুলিশের জালে। নওদা থানার বেলো গ্রাম থেকে একই রাতে আর এক যুবক মুস্তাকিম মণ্ডলকেও আটক করে নিয়ে যায় অসম পুলিশের এসটিএফ। আটক আরও এক ৷