পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে উদ্বেগে এপার বাংলার বন্দিরা, নয়া পদক্ষেপ কারা বিভাগের - Bangladesh Unrest - BANGLADESH UNREST

Bengal Correctional Home: বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত বহু বাংলাদেশি বন্দি রয়েছে এ রাজ্যের সংশোধনাগারে ৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারাও নিজেদের পরিবারের কথা ভেবে চিন্তিত ৷ এই বিষয়ে নয়া পদক্ষেপ নিল কারা বিভাগ ৷

Kolkata News
প্রেসিডেন্সি সংশোধনাগার (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 9:48 PM IST

কলকাতা, 6 অগস্ট: বাংলাদেশের পরিস্থিতি উত্তাল । সে দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশ ছেড়েছেন । এখন বাংলাদেশের দায়িত্ব সেনাবাহিনীর । এই অবস্থায় যাতে এ দেশের উপর কোনও প্রভাব না পড়ে তার জন্য তৎপর ভারত সরকার । এই অবস্থায় ভারতের পশ্চিমবঙ্গের একাধিক সংশোধনাগারে যে সকল বাংলাদেশি বন্দিরা রয়েছে তাদের উপর বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্যের কারা বিভাগ । পাশাপাশি এই সকল বন্দিকে ইতিমধ্যেই চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে । তাছাড়াও সংশোধনাগরের অভ্যন্তরে যাতে বাংলাদেশের পরিস্থিতির কু-প্রভাব না পড়ে, তার জন্য রাজ্যের প্রত্যেক জেল সুপারের তত্ত্বাবধানে বাংলাদেশি বন্দিদের আলাদা করার কথাও ভাবছেন কারারক্ষীরা ।

এই বিষয়ে রাজ্যের সংশোধনাগারের দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ইতিমধ্যেই এই রাজ্যের একাধিক সংশোধনাগারে বন্দি থাকা বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ করছি । পাশাপাশি তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার চেষ্টা করা হচ্ছে । এই জটিল পরিস্থিতিতে আমাদের সংশোধনাগারের প্রত্যক বাংলাদেশি বন্দি এখন বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি এবং তাদের পরিবার নিয়ে খুবই চিন্তিত ও উদ্বিগ্ন । এই অবস্থায় এই সকল বাংলাদেশি বন্দীদের কথা ভাবা হচ্ছে । তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করছি যে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার । পাশাপাশি আইনি দিকগুলি ভালোভাবে খতিয়ে দেখে যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব তা খতিয়ে দেখা হবে ।

রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সংস্থার গোয়েন্দারা একাধিক বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করেছে । তারা প্রত্যেকেই বর্তমানে রাজ্যের একাধিক সংশোধনাগারে বন্দি । শুধু যে জঙ্গি সন্দেহে নয়, চোরাচালানকারী এবং একাধিক ঘটনায় অভিযুক্ত সন্দেহে বেশ কিছু বাংলাদেশিকে একাধিক সময় গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রেসিডেন্সি সংশোধনাগার, হাওড়া সংশোধনাগার, বারুইপুর সংশোধনাগার, দমদম সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগার- সহ রাজ্যের একাধিক সংশোধনাগারে বিচারাধীন বন্দি মিলিয়ে বর্তমানে প্রায় 250 জন রয়েছে । প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হচ্ছে । ওপার বাংলার ছায়া যাতে এপার বাংলায় না আসে তার জন্য বদ্ধপরিকর রয়েছে সরকার । পাশাপাশি রাজ্যের একাধিক সংশোধনাগারে বন্দি থাকা বাংলাদেশিদের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে । ওপার বাংলায় থাকা বন্দিদের আত্মীয় পরিজনদের নিয়ে তাদের যে উদ্বেগতা কাটানোর চেষ্টা করছে রাজ্যের সংশোধনাগারগুলি ।

ABOUT THE AUTHOR

...view details