পেট্রাপোল, 27 সেপ্টেম্বর: পদ্মার ইলিশ ঢুকল বাংলার বাজারে ৷ শুক্রবার থেকে পাতে রুপোলি শস্য পাবে বাঙালি ৷ প্রথমে ইলিশ পাঠাতে রাজি না হলেও পুজোর আগে ভারতে পদ্মার ইলিশ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷ এবার ইলিশের দাম 2 হাজার টাকা প্রতি কেজি উঠতে পারে বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার প্রাথমিকভাবে দু'টি গাড়িতে 8 থেকে 9 টন ইলিশ এসে পৌঁছায় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ৷ পুজোর আগে রাজ্যে পদ্মার ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবে খুশি ভোজন-প্রিয় বাঙালি ৷ বিগত বছরগুলিতে পুজোর উপহার হিসেবে পদ্মার ইলিশ পাঠিয়েছে হাসিনা সরকার ৷ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইলিশ আমদানিতে ছাড় দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৷
বাংলাদেশ থেকে ইলিশ বোঝাই গাড়ি ঢুকল বাংলায় (ইটিভি ভারত) এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ঘোষণা করেন পুজোর আগে ভারতে ইলিশ রফতানি হবে ৷ সেই মতো বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ৷ 49টি সংস্থাকে 12 অক্টোবর পর্যন্ত মোট 2 হাজার 420 মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয় ৷
পেট্রাপোল সীমান্তে আমদানিকারক সংস্থার কর্মী সুদীপ মজুমদার বলেন, "আপাতত দু'টি গাড়ি ঢুকেছে ৷ তাতে 8-9 টন ইলিশ আছে ৷ আরও প্রায় 10টি গাড়ি আসার কথা ৷ এবার মাছ কলকাতায় যাবে ৷ মাছের দর 1800 টাকা, 1900 টাকা এমনকী 2000 টাকাও হতে পারে ৷ আপাতত যে ইলিশ এসেছে তার ওজন এক কেজির বেশি ৷ সাইজ অনুযায়ী মাছের দাম হবে ৷"
বাংলাদেশের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার পর ইলিশ আমদানিতে তোড়জোড় শুরু করে অনুমোদনপ্রাপ্ত সংস্থাগুলি ৷ সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন বড় বাজারগুলিতে ইলিশ পৌঁছতে শুরু করেছে । উল্লেখ্য, এই ইলিশের পরিমাণ বিগত বছরের তুলনায় অনেকটাই কম ৷ গত বছর 3 হাজার 950 মেট্রিক টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ ৷ এবার 2 হাজার 420 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন পাওয়া গিয়েছে ৷