পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেলেন শ্রমিক - বেইলি ব্রিজ ভেঙে পড়ল

Bailey Bridge Collapsed: 2 দিন পরেই ছিল উদ্বোধন ৷ আজ শেষদিনের কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ল বেইলি ব্রিজ ৷ তিস্তায় তলিয়ে নিখোঁজ এক শ্রমিক ৷ গুরুতর আহত 3 জন ৷

উদ্বোধনের দু'দিন আগে ভেঙে পড়ল ব্রিজ
Bailey Bridge Collapsed

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 1:47 PM IST

Updated : Feb 20, 2024, 2:12 PM IST

উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ

কালিম্পং, 20 ফেব্রুয়ারি:ব্রিজ ভেঙে দুর্ঘটনা বাংলা-সিকিম সীমান্তে । উদ্বোধনের দু'দিন আগে মঙ্গলবার আচমকা ভেঙে পড়ল তিস্তা নদীর উপর থাকা বেইলি ব্রিজ । বৃহস্পতিবার ব্রিজটির উদ্বোধনের কথা ছিল । তার দু'দিন আগে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারখোলা এলাকায় । দুর্ঘটনার ফলে তিস্তায় তলিয়ে গিয়েছেন 26 বছরের শ্রমিক গুলাম সারোয়ার ৷ গুরুতর আহত হয়েছেন আনাল আলি, তালিব আলি ও আনিয়া আকবর ৷ এরা প্রত্যেকেই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

একটি বেসরকারি সংস্থাকে ওই সেতু নির্মাণের বরাত দিয়েছিল এনএইচপিসি । এই ঘটনায় বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করেন ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা । তাঁদের উদ্ধারের পর কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি নিখোঁজ শ্রমিককে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসন ।

কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমনিয়ম পি বলেন, "বিষয়টি শুনেছি । আমি আধিকারিকদের বলেছি খোঁজ নিতে । সব খতিয়ে দেখা হবে ।" বেইলি ব্রিজের বরাতপ্রাপ্ত সংস্থার সুপারভাইজার সন্দীপ প্রধান বলেন, "সকালে শ্রমিকরা কাজ করছিলেন । আজ শেষ দিনের কাজ ছিল । দু'দিন পরে উদ্বোধন হত । আচমকা এদিন সেতুটি ভেঙে যায় । চারজন শ্রমিক আহত হয়েছেন । এই সেতুটি অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছিল । বর্ষার আগে সেতুটি তুলে নেওয়ার কথা ছিল । তারপর স্থায়ী সেতু নির্মাণ করা হত ।"

আহত শ্রমিক তালিব আলি বলেন, "সকাল থেকেই 15 জন মতো কাজ করছিলাম আমরা । তখনই আচমকা সেতুটি ভেঙে পড়ে ।" জানা গিয়েছে, 2023 সালের অক্টোবর মাসে সিকিমে হড়পা বানের জেরে তারখোলায় থাকা সেতু ভেঙে জলে ভেসে যায় । যার ফলে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয় । যান চলাচল স্বাভাবিক করতে তারখোলায় লোহার বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় এনএইচপিসি । গত এক মাস ধরে সেখানে সেতু নির্মাণের কাজ করছিল ওই সংস্থা । এদিন কাজ শেষ করে এনএইচপিসিকে হস্তান্তরের কথা ছিল । কিন্তু তার আগেই দুর্ঘটনা ৷

আরও পড়ুন:

  1. মুড়িগঙ্গার উপর তৈরি হবে 'গঙ্গাসাগর সেতু', বাজেটে বরাদ্দ 1200 কোটি
  2. ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের
  3. মোদির হাতে শুক্রবার ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতুর উদ্বোধন, দেখুন ভিডিয়ো
Last Updated : Feb 20, 2024, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details