কলকাতা, 15 ডিসেম্বর: ফল বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনা কলকাতার তালতলা থানার মেহেদি বাগান রোডের ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই ফল বিক্রেতা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আক্রান্ত ফল বিক্রেতার নাম সফি আহমেদ ৷ অভিযুক্ত মনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ৷
অভিযুক্ত মনোয়ারের নামে তালতলা থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, সফি আহমেদ নামে ওই ব্যবসায়ী প্রতিদিন মেহেদি বাগান রোডে ফল বিক্রি করেন ৷ মনোয়ার নামে এক ব্যক্তি প্রায়ই সফির কাছ থেকে ফল কিনতেন ৷ তবে, জানা গিয়েছে ফল বিক্রি করা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ শুরু হয় ৷
অভিযোগ, এরপরেই মনোয়ার একটি ধারালো অস্ত্র বের করেন এবং সফি আহমেদকে এলোপাথাড়ি কোপাতে থাকেন ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ফল বিক্রেতা ৷ স্থানীয়রাই তাঁকে থেকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান ৷ জনবহুল এলাকায় এই ঘটনা হওয়ায় স্থানীয়রাই মনোয়ারকে ধরে ফেলেন ৷ এরপর খবর দেওয়া হয় তালতলা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷