পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্পত্তির নিরিখে স্ত্রী'র চেয়ে পিছিয়ে সুজন, দমদমে কি এবার লাল আবির উড়বে ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Sujan Chakraborty Property: স্ত্রী'র অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ৷ সম্পত্তির পরিমাণে পিছিয়ে সুজন চক্রব্রর্তী ৷ নির্বাচনী হলফনামাতে দেওয়া বামপ্রার্থী সুজন চক্রবর্তীর সম্পত্তির হাল হকিকত কী ? তুলে ধরা হল এই প্রতিবেদনে ৷

Sujan Chakraborty Property
সুজন চক্রব্রর্তীর সম্পত্তির পরিমাণ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:33 PM IST

দমদম, 14 মে: লোকসভায় ত্রিমুখী লড়াইয়ের অন্যতম মুখ বামপ্রার্থী সুজন চক্রবর্তী। তারুণ্যের উপর জোর না-দিয়ে এবারও সিপিএম এই সাদা চুলের নেতার উপর বাড়তি ভরসা রেখেছে। একসময়ের লাল দুর্গ দমদমে তিনিই কি হবেন সিপিএম পার্টির তুরুপের তাস ? উত্তর মিলবে 4 জুনের ফল প্রকাশের পরই। সম্প্রতি তিনি তাঁর মনোনয়ন পেশ করেছেন বারাসতে জেলাশাসকের দফতরে। মনোনয়ন দাখিল করার সময় বামপ্রার্থী সুজন চক্রবর্তী নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন নির্বাচনী হলফনামাতে । সেই হলফনামাতে কী কী সম্পত্তি রয়েছে সুজনের ? জেনে নিন বিস্তারিত ৷

তৃণমূল জমানায় যাদবপুর কেন্দ্রে 2016-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা তৎকালীন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন।2011-র বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়া সিপিএম বিরোধী আন্দোলনে তাঁর এই জয় নিঃসন্দেহে সেই সময় অক্সিজেন জুগিয়েছিল 'সর্বহারাদের পার্টি'কে। 65 বছরে পা-দেওয়া সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী 2004-2009 পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন।বর্তমানে বাম শিবিরের সকলের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

1995 সালে পিএইচডি সম্পূর্ণ করেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর পরবর্তী প্রজন্মের বামপন্থী নেতাদের মধ্যে অন্যতম সুজন চক্রবর্তী ৷ ত্রিমুখী লড়াইয়ে এবারে দমদম লোকসভা কেন্দ্রে তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের সাংসদ তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। রয়েছে গেরুয়া শিবিরের প্রার্থী শীলভদ্র দত্ত-ও। প্রার্থী হওয়ার পর থেকেই দিনরাত এক করে দমদমের মাটিতে চষে বেড়াচ্ছেন সুজন। রইল তাঁর সম্পত্তির পরিমাণ-

  • গত 5 বছরে সুজন চক্রবর্তীর বার্ষিক আয়-

2019-20 অর্থবর্ষে তাঁর আয় ছিল 2 লাখ 86 হাজার 890 টাকা

2020-21 অর্থবর্ষে সেই আয় কমে দাঁড়ায় 1 লাখ 84 হাজার টাকা

2021-22 অর্থবর্ষে সুজনের আয় আরও কমে যায়। সেই আর্থিক বর্ষে তাঁর আয় কমে হয় 1 লাখ 70 হাজার 440 টাকা

2022-23 অর্থবর্ষে তাঁর আয় ফের বেড়ে দাঁড়ায় 3 লাখ 10 হাজার টাকা

2023-24 অর্থবর্ষে আবারও আয় কমে হয় 1 লাখ 18 হাজার টাকা।

হলফনামায় সুজন চক্রবর্তী তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীরও পাঁচ বছরের বার্ষিক আয় কত, তা-ও দাখিল করেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা ৷

  • পাঁচ বছরে মিলি চক্রবর্তীর বার্ষিক আয় যথাক্রমে-

2019-20 অর্থবর্ষে সুজনের স্ত্রীর আয় ছিল 4 লাখ 14 হাজার 890 টাকা ৷

2020-21 অর্থবর্ষে ওই আয় কমে দাঁড়ায় 4 লাখ 7 হাজার 480 টাকা ৷

2021-22 অর্থবর্ষে আবারও তাঁর আয় বেড়ে হয় 4 লাখ 44 হাজার 230 টাকা ৷

2022-23 অর্থবর্ষে মিলির আয় অনেকটাই কমে যায়। কমে 2 লাখ 72 হাজার 410 টাকায় ৷

2023-24 অর্থবর্ষে সেই আয় ফের বেড়ে দাঁড়ায় 4 লাখ 97 হাজার 550 টাকা ৷

  • সুজন চক্রবর্তীর অস্থাবর সম্পত্তি-

এই মুহূর্তে সুজন চক্রবর্তীর হাতে রয়েছে নগদ 9 হাজার 500 টাকা ৷

স্ত্রী মিলি চক্রবর্তীর হাতে রয়েছে 6 হাজার 600 টাকা ৷

দু'টি ব্যাঙ্কে গচ্ছিত অর্থের পরিমাণ 1 লাখ 54 হাজার 3 টাকা ৷

স্ত্রী মিলি চক্রবর্তীর বিভিন্ন ব্যাঙ্কে মোট জমার পরিমাণ 14 লাখ 74 হাজার টাকা। স্থায়ী আমানত ও জীবন বিমার মোট মূল্য 73 লাখ টাকা ৷

সুজন চক্রবর্তীর নামে কোনও স্বর্ণালংকার নেই । স্ত্রীর মোট 70 গ্রাম স্বর্ণালংকার রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 4 লাখ 90 হাজার টাকা ৷

  • সুজন চক্রবর্তীর স্থাবর সম্পত্তি-

সুজনের পৈতৃক সূত্রে প্রাপ্ত .037 একর চাষ-জমি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 1 লাখ 50 হাজার টাকা । পৈতৃক সূত্রে প্রাপ্ত বাসযোগ্য জমি রয়েছে 19 কাঠা, যার বর্তমান বাজার মূল্য 16 লাখ টাকা। সুজনের পৈতৃক সূত্রে প্রাপ্ত বসবাসযোগ্য 700 বর্গ ফুটের একটি ঘর রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 9 লাখ টাকা। সুজন ও তাঁর স্ত্রী মিলি চক্রবর্তী দু'জনেই প্রাপ্ত পেনশন থেকেই আয় করেন বলে হলফনামা থেকে জানা গিয়েছে। প্রাক্তন সাংসদ এবং বিধায়ক হিসেবে পেনশন পেয়ে থাকেন তিনি। সুজনের নামে রেলপথ অবরোধের একটিই মামলা রয়েছে। সবমিলিয়ে, জমজমাট দমদম লোকসভা কেন্দ্রে কার ভাগ‍্যে শিঁকে ছিড়বে তা সময়ই বলবে!

আরও পড়ুন:

  1. যাদবপুরের সৃজন কোটিপতি ! বাড়ি থেকে এফডি সবই আছে 'সর্বহারার' নেতার
  2. বাড়ি-গাড়ি নেই, 36 লক্ষ টাকা ঋণের বোঝা ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেকের ঘাড়ে
  3. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা

ABOUT THE AUTHOR

...view details