দমদম, 14 মে: লোকসভায় ত্রিমুখী লড়াইয়ের অন্যতম মুখ বামপ্রার্থী সুজন চক্রবর্তী। তারুণ্যের উপর জোর না-দিয়ে এবারও সিপিএম এই সাদা চুলের নেতার উপর বাড়তি ভরসা রেখেছে। একসময়ের লাল দুর্গ দমদমে তিনিই কি হবেন সিপিএম পার্টির তুরুপের তাস ? উত্তর মিলবে 4 জুনের ফল প্রকাশের পরই। সম্প্রতি তিনি তাঁর মনোনয়ন পেশ করেছেন বারাসতে জেলাশাসকের দফতরে। মনোনয়ন দাখিল করার সময় বামপ্রার্থী সুজন চক্রবর্তী নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন নির্বাচনী হলফনামাতে । সেই হলফনামাতে কী কী সম্পত্তি রয়েছে সুজনের ? জেনে নিন বিস্তারিত ৷
তৃণমূল জমানায় যাদবপুর কেন্দ্রে 2016-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা তৎকালীন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন।2011-র বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়া সিপিএম বিরোধী আন্দোলনে তাঁর এই জয় নিঃসন্দেহে সেই সময় অক্সিজেন জুগিয়েছিল 'সর্বহারাদের পার্টি'কে। 65 বছরে পা-দেওয়া সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী 2004-2009 পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন।বর্তমানে বাম শিবিরের সকলের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
1995 সালে পিএইচডি সম্পূর্ণ করেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর পরবর্তী প্রজন্মের বামপন্থী নেতাদের মধ্যে অন্যতম সুজন চক্রবর্তী ৷ ত্রিমুখী লড়াইয়ে এবারে দমদম লোকসভা কেন্দ্রে তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের সাংসদ তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। রয়েছে গেরুয়া শিবিরের প্রার্থী শীলভদ্র দত্ত-ও। প্রার্থী হওয়ার পর থেকেই দিনরাত এক করে দমদমের মাটিতে চষে বেড়াচ্ছেন সুজন। রইল তাঁর সম্পত্তির পরিমাণ-
- গত 5 বছরে সুজন চক্রবর্তীর বার্ষিক আয়-
2019-20 অর্থবর্ষে তাঁর আয় ছিল 2 লাখ 86 হাজার 890 টাকা
2020-21 অর্থবর্ষে সেই আয় কমে দাঁড়ায় 1 লাখ 84 হাজার টাকা
2021-22 অর্থবর্ষে সুজনের আয় আরও কমে যায়। সেই আর্থিক বর্ষে তাঁর আয় কমে হয় 1 লাখ 70 হাজার 440 টাকা
2022-23 অর্থবর্ষে তাঁর আয় ফের বেড়ে দাঁড়ায় 3 লাখ 10 হাজার টাকা
2023-24 অর্থবর্ষে আবারও আয় কমে হয় 1 লাখ 18 হাজার টাকা।
হলফনামায় সুজন চক্রবর্তী তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীরও পাঁচ বছরের বার্ষিক আয় কত, তা-ও দাখিল করেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা ৷
- পাঁচ বছরে মিলি চক্রবর্তীর বার্ষিক আয় যথাক্রমে-
2019-20 অর্থবর্ষে সুজনের স্ত্রীর আয় ছিল 4 লাখ 14 হাজার 890 টাকা ৷