পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অধীরের ঘূর্ণি পিচে কি ঝোড়ো ব্যাট করবেন 46 কোটির ইউসুফ পাঠান ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Yusuf Pathan Asset details: মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজের বিষয়-আশয়ের হলফনামা দিয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নির্মল সাহাও মনোনয়ন পেশ করেছেন ৷ তবে সঞ্চয় সম্পত্তির হিসেবে তাঁর থেকে অনেক এগিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ৷ স্ত্রীর সম্পত্তি-সহ তিনি 46 কোটির মালিক ৷ তাঁর সম্পত্তির বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 1:35 PM IST

বহরমপুর, 24 এপ্রিল: স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিরিখে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান । তবে নতুন পিচে প্রতিদ্বন্দ্বীদের ছক্কা হাঁকিয়ে বাজিমাৎ করতে পারবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন মুর্শিদাবাদ-সহ রাজ্যের মানুষ ।

সোমবার অর্থাৎ 22 এপ্রিল মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউসুফ পাঠান । একইদিনে মনোনয়ন জমা দিয়েছেন বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ।

ইউসুফ পাঠানের বিষয়-আশয়: মনোনয়ন পত্রের হলফনামায় ক্রিকেটার প্রার্থী নিজের ও স্ত্রী আফরিন পাঠানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন । একনজরে দেখে নেব ইউসুফ পাঠান ও তাঁর স্ত্রী আফরিন পাঠানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৷

হাতে নগদ

ইউসুফ পাঠান - 1 লক্ষ 41 হাজার 937 টাকা ।

ইউসুফের স্ত্রী আফরিন পাঠান - 15 হাজার 678 টাকা ।

অস্থাবর সম্পত্তি

ইউসুফ পাঠান - 24 কোটি 6 লক্ষ 16 হাজার 351 টাকা । ( ব্যাংকে গচ্ছিত, শেয়ার, বিনিয়োগ, গাড়ি ও সোনার গয়না মিলিয়ে)
আফরিন পাঠান - 52 হাজার 315 টাকা (ব্যাংকে গচ্ছিত)

অস্থাবর সম্পত্তি

ইউসুফ পাঠান - 21 কোটি 56 লক্ষ 35 হাজার 350 টাকা

আফরিন পাঠান - হলফনামা অনুয়ায়ী কোনও স্থাবর সম্পত্তি নেই

মোট সম্পত্তি (স্থাবর ও অস্থাবর) - পাঠান দম্পতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ 46 কোটি ছাড়িয়েছে

অন্যদিকে, একইদিনে মনোনয়ন পত্র পেশ করেছেন পাঠানের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নির্মল সাহা ।

নির্মল সাহার বিষয়-আশয়: মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন নির্মল সাহা ৷ দেখে নেব তাঁর সঞ্চয় সম্পত্তির হিসেবনিকেশ ৷

হাতে নগদ

নির্মল সাহার হাতে নগদ - 3 লক্ষ টাকা
বিজেপি প্রার্থীর স্ত্রীর হাতে নগদ - 30 হাজার টাকা

অস্থাবর সম্পত্তি

নির্মল সাহা - 8 কোটি 41 লক্ষ 7 হাজার 230 টাকা

সোনা - 345 গ্রাম

বিজেপি প্রার্থীর স্ত্রী - 2 কোটি 43 লক্ষ 21 হাজার 66 টাকা

সোনা - 465 গ্রাম

স্থাবর সম্পত্তি

নির্মল সাহা - 6 কোটি 17 লক্ষ 63 হাজার 573 টাকা

নির্মল সাহার স্ত্রী - 1 কোটি 2 লক্ষ 50 হাজার 315 টাকা

ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ইউসুফকে বলেছিলেন, "তোমার সামনে ব্রেট লি ।" সৌরভের নিশানা অবশ্যই ছিল অধীররঞ্জন চৌধুরীর দিকে । বহরমপুরে পা দিয়ে প্রথম দিনই সেই প্রশ্নের উত্তরে ইউসুফ বলেছিলেন, "কেউ কোথাও স্থায়ী নয় । মানুষ পরিবর্তন চায় ।"

আইপিএলে 37 বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে ইউসুফের ঝুলিতে । উল্লেখ্য, ইউসুফের আগে আছেন ক্রিস গ্রিল । তিনি শতরান করেছিলেন 30 বলে । অধীরের ঘূর্ণি পিচে ইউসুফ পাঠানের ব্যাটিং দাপট দেখার জন্য কার্যত মুখিয়ে রয়েছেন বহু মানুষ ।

আরও পড়ুন:

  1. কোটিপতি মোস্তাকের উপর এবার মালদা উত্তরে কংগ্রেসের গড় পুনরুদ্ধারের দায়িত্ব
  2. তিন গুণ বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম
  3. কোটিপতি মোস্তাকের উপর এবার মালদা উত্তরে কংগ্রেসের গড় পুনরুদ্ধারের দায়িত্ব

ABOUT THE AUTHOR

...view details