পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপনির্বাচন হলে বিজেপি ভালো ফল করবে', দাবি সুকান্তর

বাংলার উপনির্বাচনে দলের ফল নিয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই সঙ্গে, নাম না-করে নির্বাচনী হিংসা নিয়ে তৃণমূলকেই দায়ী করলেন তিনি ৷

ASSEMBLY BYE ELECTIONS 2024
তৃণমূলকে কটাক্ষ সুকান্তর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 3:34 PM IST

শিলিগুড়ি, 23 অক্টোবর: কয়েকদিন পর রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করেছে সব রাজনৈতিক দলই ৷ এই আবহে উত্তরের দুই আসন মাদারিহাট ও সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তবে ভোটে হিংসা ছড়ানোর জন্য নাম না-করে রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করেন তিনি ৷

নির্বাচনী প্রচারের জন্য বুধবার মাদারিহাটের উদ্দেশ্য়ে রওনা দেন সুকান্ত মজুমদার ৷ তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সুকান্ত বলেন, "মাদারিহাট আসনটি বিজেপির দখলে । আমাদের দলের সাংসদও সেখানে রয়েছেন । নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারলে এবারও আসনটি আমাদের দখলে থাকবে । তবে মখ্য়মন্ত্রীর হার্মাদ বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করবে ৷ এবার যদি প্রশাসন ও আমরা তাদের আটকাতে পারি, তাহলে মাদারিহাট বিজেপির দখলেই থাকবে ।"

শান্তিপূর্ণ নির্বাচনের দাবি সুকান্তর (ইটিভি ভারত)

মাদারিহাট আসনটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার । প্রথম থেকেই ওই আসনটি বিজেপির দখলে ছিল । আগে ওই আসনে বিধায়ক ছিলেন বিজেপির মনোজ টিজ্ঞা ৷ তিনি আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে জয়লাভ করায় এই আসনটি খালি হয় ৷ তবে বাকি পাঁচটি আসনই শাসক দল তৃণমূলের দখলে ৷

আগামী 13 নভেম্বর বাংলার 6টি আসনে হবে উপনির্বাচন ৷ নির্বাচনের ফলাফল জানা যাবে 23 নভেম্বর ৷ এই 6টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে 5টি আসন নিজেদের দখলে নেয় তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির দখলে থাকে একটি আসন ৷ ইতিমধ্যেই 6টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দুই দল ৷

আরও পড়ুন:

নির্যাতিতার গ্রামে সুকান্ত, দোষীদের কড়া শাস্তির আশ্বাস বিজেপি নেতার

ABOUT THE AUTHOR

...view details