পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়লা বা পাতা পোড়ালেই জরিমানা, পদক্ষেপের পথে আসানসোল পুরনিগম - ASANSOL MUNICIPAL CORPORATION

দূষণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে জানা গিয়েছে

ASANSOL MUNICIPAL CORPORATION
কয়লা বা পাতা পোড়ালেই জরিমানা, পদক্ষেপের পথে আসানসোল পুরনিগম (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2025, 8:36 PM IST

আসানসোল, 29 জানুয়ারি: সম্প্রতি বায়ুর গুণগত মান নিয়ে আসানসোলের স্থান উপরে উঠে এসেছে । লাগাতার জল কামান দিয়ে জল স্প্রে করায় আসানসোলের বায়ু উন্নত হয়েছে বলে কেন্দ্রীয় সমীক্ষায় উঠে এসেছে । এবার শহরের দূষণ আরও কমাতে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে আসানসোল পুরনিগম ।

ছোট চা দোকান, মিষ্টির দোকান বা হোটেলে কয়লা পোড়ানো হলেই তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে বলে পৌরনিগম সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি কোনও কারণে শুকনো পাতা বা জঞ্জাল পোড়ানো হলেও তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আসানসোল পুরনিগম ।

সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় উঠে এসেছে আসানসোলের বায়ুর গুণগত মান উন্নত হয়েছে । গত সমীক্ষায় দেশের মধ্যে 35 নম্বরে নাম ছিল আসানসোলের । এবার সেখান থেকে আসানসোল উঠে এসেছে 20 নম্বরে । শুধু তাই নয়, বায়ুর গুণগত মানে কলকাতা, হাওড়া, দুর্গাপুরকেও পিছনে ফেলেছে আসানসোল ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, জল সিঞ্চনকারী জল গাড়ি দিয়ে শহরে ক্রমাগত জল ছেটানোতেই বাতাসে দূষণ কমেছে । জল ছেটানোর হার আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় । তবে এর পাশাপাশি বায়ুর দূষণ কমাতে আরও অনেক উদ্যোগ নিতে চলেছে আসানসোল পৌরনিগম ।

আসানসোল এলাকায় সহজেই মেলে কয়লা। চুরির কয়লা সস্তায় মেলে । আর সেই কারণে গ্যাসের পরিবর্তে কয়লা জ্বালিয়েই চা, মিষ্টির দোকান বা ছোটখাটো হোটেল চলে । আসানসোল শহর জুড়ে এই ছোট চা দোকান, হোটেল বা মিষ্টির দোকানের সংখ্যা দু’হাজারের বেশি । ফলে কয়লা জ্বালিয়ে চা বা রান্না করায় ব্যাপক দূষণ ছড়ায় । সেই কারণে এবার এই ছোট ব্যবসায়ীদের এবার কড়া হাতে দমন করতে নেমেছে আসানসোল পুরনিগম ।

আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেছেন, "শহরের দূষণ কমাতে কড়া হাতে কয়লা জ্বালিয়ে দোকান করা বন্ধ করতে হবে । প্রয়োজনে আর্থিক জরিমানা করতে হবে । আইনি ব্যবস্থা নেওয়া হবে । আগামী বোর্ড মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । শহরের দূষণ রোধ করতে আমরা এই বিষয়ে বদ্ধপরিকর ।"

যদিও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পৌর এলাকায় ছোট ব্যবসায়ীদের মধ্যে । কুলটি এলাকার চা ব্যবসায়ী অমর পাসওয়ান, বার্নপুরের ছোট হোটেলের মালিক পবিত্র মাজি বলেন, "আমরা কয়লা জ্বালানো বন্ধ করতে প্রস্তুত । কিন্তু রাস্তা তৈরির সময় প্রকাশ্যে যে পিচ গলিয়ে কালো ধোঁয়া করা হচ্ছে, সেই দূষণও বন্ধ হোক । ইঁট ফ্যাক্টরির কালো ধোঁয়াও বন্ধ করা হোক একই সঙ্গে ।"

ABOUT THE AUTHOR

...view details