আসানসোল, 12 মার্চ: সাংসদ শত্রুঘ্ন সিনহাই ফের তৃণমূলের টিকিটে আসানসোল আসন থেকে লড়ছেন লোকসভা নির্বাচন ৷ বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় । 2022 সালের এপ্রিল মাসে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা 3 লক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসানসোলের সাংসদ হন । সাংসদ হওয়ার পর দু'বছরে প্রায় 13 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প করেছেন শত্রুঘ্ন সিনহা । এই প্রকল্পগুলির অনেক কাজ শেষ হয়েছে । কোনওটি অর্ধসমাপ্ত, আবার কোনও কোনওটির অর্থ মঞ্জুর হওয়ার পর শিলান্যাস হয়েছে । একনজরে দেখে নেওয়া যাক কোন খাতে কত টাকা খরচ করেছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা,
কোন খাতে কত টাকা খরচ:
1) রাস্তা তৈরি ও সংস্কার - 1 কোটি 65 লক্ষ 14 হাজার টাকা
2) গ্রিন এনার্জি (সৌর বাতিসম্ভ) - 77 লক্ষ টাকা
3) কমিউনিটি হল - 2 কোটি 59 লক্ষ 59 হাজার টাকা
4) নর্দমা, স্ল্যাবস, কালভার্ট নির্মান - 1 কোটি 17 লক্ষ 4 হাজার টাকা
৫) স্বাস্থ্য, পানীয় জল ও নিকাশী - 1 কোটি 16 লক্ষ ৫৬ হাজার টাকা
6) স্ট্রিট লাইট - 1 কোটি 50 লক্ষ 36 হাজার টাকা
7) শিক্ষা উন্নয়নে - 2 কোটি 64 লক্ষ 98 হাজার টাকা
8) অনান্য ( ধর্মীয় স্থান, পার্ক, কমিউনিটি টয়লেট, সহ বিভিন্ন উন্নয়ন খাতে) - 1 কোটি 72 লক্ষ 17 হাজার টাকা
মাত্র দু'বছরে সাংসদ কোটা থেকে তিনি মোট খরচ করেছেন 13 কোটি 22 লক্ষ 84 হাজার টাকা ৷ সাংসদ শত্রুঘ্ন সিনহার সাংসদ কোটার টাকা থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের সব বিধানসভাগুলিতেই উন্নয়নমূলক কাজ করা হয়েছে । এমনকি বিজেপির দখলে থাকা কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভাতেও 1 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে । তবে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা ক্ষেত্র আসানসোল দক্ষিণে সবচেয়ে বেশি কোটি টাকার অধিক কাজ হয়েছে। যা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করছেন । সবচেয়ে কম টাকার কাজ হয়েছে রানিগঞ্জে । এক নজরে দেখে নেওয়া যাক আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত কোন বিধানসভা সাংসদ কোটার কত টাকা পেয়েছে ৷
সাংসদ কোটার টাকার হিসেব:
আসানসোল উত্তর - 5 কোটি 4 লক্ষ 46 হাজার টাকা
পাণ্ডবেশ্বর - 1 কোটি 75 লক্ষ টাকা
কুলটি - 1 কোটি 62 লক্ষ 96 হাজার টাকা
আসানসোল দক্ষিণ - 1 কোটি 34 লক্ষ 2 হাজার টাকা
জামুড়িয়া - 1 কোটি 30 লক্ষ 4 হাজার টাকা
বারাবনী - 1 কোটি 15 লক্ষ 58 হাজার টাকা
রানিগঞ্জ - 91 লক্ষ 80 হাজার টাকা