ব্যারাকপুর, 3 এপ্রিল:রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা ৷ তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন সেখানকার সাংসদ অর্জুন সিং ৷ বুধবার নির্বাচন কমিশনকে এই চিঠি দিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ রামনবমীর আগে স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আরজিও জানিয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি'তে যোগ দেওয়া এই দুঁদে রাজনীতিবিদ ৷
এদিনের চিঠিতে বিদায়ী সাংসদ জানিয়েছেন, তাঁর আশঙ্কা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শাসকদলের মদতে দুষ্কৃতী হামলা করতে পারে তাঁর নির্বাচনী কেন্দ্রে ৷ অর্জুনের দাবি, বিশেষত ব্যারাকপুরের মতো স্পর্শকাতর জায়গায় রামনবমীর ব়্যালিতে হামলা হতে পারে বলে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ৷ আর সে কারণেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আরজি জানিয়েছেন।
এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্ন্তগত আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, দত্তপুকুর, বীজপুর বিধানসভা কেন্দ্রের হাজিনগর, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাঁকিনাড়া, নোয়াপাড়া কেন্দ্রের গারুলিয়া, ব্যারাকপুর কেন্দ্রের টিটানগর আগে থেকেই বেশ স্পর্শকাতর ৷ এই সকল এলাকায় অতীতেও বেশ কয়েকবার সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে ৷ তাই এলাকাগুলিতে নির্বাচন কমিশন যেন বিশেষ নজর দেয় ৷