ভাটপাড়া, 22 ডিসেম্বর: অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল ভাটপাড়ায় । পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি কিছুই বাদ যায়নি প্রিয়াঙ্গুর ঘনিষ্ঠদের । তল্লাশি অভিযানের নামে বাড়ির মহিলাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।যার ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মাঝপথেই পুলিশকে তল্লাশি অভিযান বন্ধ রেখে ফিরে যেতে হয় । খবর পেয়ে প্রিয়াঙ্গুর বাড়িতে রাতেই পৌঁছে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এদিন ওই বিজেপি নেতার দুই অনুগামী আশিস সাউ এবং চমন সিংকে গ্রেফতার করা হয়েছে । প্রিয়াঙ্গুর বাড়িতে গিয়ে অর্জুন সিং তল্লাশি-কাণ্ডে পুলিশের কাছে নোটিশ চাইলেও পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি অর্জুনের । তাই, তাঁর ঘনিষ্ঠ নেতা প্রিয়াঙ্গুকে হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগ এনে পুলিশকে নিশানা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ।
জানা গিয়েছে, 2018 সালের পুরনো একটি মামলায় শনিবার রাতে প্রিয়াঙ্গু পাণ্ডের ভাটপাড়ার বাড়িতে নোটিশ দিতে যান ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা আধিকারিকরা । অভিযোগ, নোটিশ দেওয়ার নামে তাঁরা ওই বিজেপি নেতার বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন । সেই কাজে বাধা দেন বিজেপি নেতার বাড়িতে থাকা দলীয় কর্মীরা । তাঁদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা । এই পরিস্থিতিতে ভাটপাড়া থানার আইসি-সহ অন্যান্য পুলিশকর্মীরাও পৌঁছন সেখানে ।
তাঁদের সঙ্গেও তর্কাতর্কি শুরু হয়ে যায় প্রিয়াঙ্গুর অনুগামীদের । সেই তর্কাতর্কি একসময় হাতাহাতিতে গড়ায়, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় । প্রিয়াঙ্গুর অনুগামীরা পুলিশের উপর আক্রমণ করে কাজে বাধা দেন বলে অভিযোগ । তাতে আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী জখম হন বলে খবর সূত্রের ।যদিও, পালটা পুলিশের বিরুদ্ধেই হামলা এবং মহিলাদের হেনস্থা করার অভিযোগ এনেছেন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ।