কলকাতা, 14 ডিসেম্বর:ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের জামিনে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট ৷ বিজেপি নেতার বাড়িতে হামলা ও তাঁকে খুনের চেষ্টার অভিযোগে ধৃতরা কী করে জামিন পেলেন, তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি ৷ একই সঙ্গে, এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া নিয়েও দ্বিধায় বিচারপতি ৷
বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন ব্যারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ অর্জুন সিং ৷ মামলায় কেন্দ্রীয় সরকার এবং এনআইএ-কে পার্টি করার আবেদনও করেন তিনি ৷ শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন ৷ তিনি বলেন, "এটা কী করে হয় ! আমি হতভম্ব ৷ 307 ধারায় অভিযুক্তরা জামিন পেয়ে যায় কীভাবে ! এক্ষেত্রে সরকারি আইনজীবীর ভূমিকাও সন্দেহের উর্ধ্বে নয় । কেস ডায়েরি দেওয়া হল না, অথচ অভিযুক্তরা জামিন পেয়ে গেলে ৷ এটা হতে পারে ?"
সরকারি আইনজীবী জানান, প্রথম 3 জনের ক্ষেত্রে নিম্ন আদালত কেস ডায়েরি দেখেই জামিন দিয়েছে । পরে বাকিরা আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান । বিষয়টি পুলিশ পরে জানতে পারে । সেই জবাব শুনে বিচারপতির বক্তব্য, এখানেই তো নিম্ন আদালতের সরকারি কৌশলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে ৷
এদিকে, এই মামলায় অর্জুন সিংয়ের এনআইএ তদন্তের দাবি প্রাথমিকভাবে মানতে নারাজ হাইকোর্ট । আদালতের বক্তব্য, দেশের নিরাপত্তা বা দেশের অভ্যন্তরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ক্ষেত্রেই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয় । এই মামলায় এনআইএ-কে দায়িত্ব দেওয়া হলে, তদন্তের গভীরতা নষ্ট হয়ে যাবে ।
এরপর, বিচারপতি এনআইএ-র কৌশলীকে তাঁদের এই রাজ্যে কতজন আধিকারিক আছেন, তা জানতে চান ৷ উত্তরে এনআইএ কৌশলী জানান, বাংলায় তাঁদের মাত্র 4-5 জন আধিকারিক আছেন । এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু ঘটনায় তদন্তের জন্য বাইরে থেকে আধিকারিক নিতে হয়েছে । জবাবে বিচারপতি জানান, এই রকম হলে তদন্তের মান নেমে যাওয়া স্বাভাবিক ৷ আগামী পুজোর ছুটির পর এই নিয়ে বিস্তারিত শুনানি করা হবে বলে জানায় কলকাতা হাইকোর্ট ।
সেই সঙ্গে বিচারপতি জানান, এনআইএ-র বদলে অন্য কোনও এজেন্সির তদন্তের আবেদন করা হলে সেটা আদালত অন্য প্রেক্ষাপটে বিচার করত ৷ কিন্তু, প্রাথমিকভাবে অভিযোগের প্রেক্ষিতে এনআইএ-কে দায়িত্ব দেওয়ায় আপত্তি রয়েছে আদালতের । কেন্দ্রীয় সরকার যেখানে নিজেই এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে, সেখানে কেন তারা কিছু করেনি ? বিস্ফোরণের পর রাজ্য এই ঘটনা আইন মেনে কেন্দ্রকে জানিয়েছে কি না, আগামী শুনানিতে সেই রিপোর্ট পেশ করারও নির্দেশ দিয়েছে আদালত ৷