ব্যারাকপুর, 19 নভেম্বর: জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং ! আর তার জন্য বিহার থেকে সুপারি কিলারদের ভাড়া করা হয়েছে ৷ মঙ্গলবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক ৷ বিষয়টি নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন তিনি ৷
উল্লেখ্য, গত শনিবার বাড়ির মধ্যে থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি নোট উদ্ধার করেছে ৷ অভিযোগ, সেখানে দু'জনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা উল্লেখ করা ছিল ৷ এই পুরো বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক ৷
সোমনাথ শ্যামকে মারতে বিহারের সুপার কিলার, ষড়যন্ত্রে অর্জুন; বিস্ফোরক পার্থ (ইটিভি ভারত) তিনি বলেন, "প্রয়াত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন ৷ তাঁর রহস্যমৃত্যুর তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে ৷ এ নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে ৷ যথাসময়ে পুলিশ ব্যবস্থা নেবে ৷" সেই সূত্রে ব্যারাকপুরের আইনশৃঙ্খলা প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হন পার্থ ৷ সরাসরি দাবি করলেন, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করেছেন অর্জুন ৷
ব্যারাকপুরের সাংসদের দাবি, "আমার কাছে খবর আছে, বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করেছেন ৷ তাঁকে হত্যা করার জন্য বিহার থেকে সুপারি কিলারদের ভাড়া করা হয়েছে ৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি ৷ বিষয়টা তাঁকে দেখতে বলেছি ৷ রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন ৷ তাই বদলা নিতে অর্জুন তাঁকে খুনের চেষ্টা করছেন ৷ আমি প্রকাশ্যে বলছি, সোমনাথ শ্যাম যদি মারা যান, তাহলে এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবেন ৷"
এ নিয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্য, "আজকের দিনে দাঁড়িয়ে ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই ৷ আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ্যে এনেছি ৷ প্রমাণ করে দিয়েছি, তাঁর মদতে ব্যারাকপুরে বহু খুন হয়েছে ৷ তাই, আমাকে পথের কাঁটা মনে করছেন তিনি ৷ আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ৷ তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না ৷ আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি ৷"
সাংসদ পার্থ ভৌমিকের ভয়াবহ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ তিনি বলেন, "রাজ্য সরকার তৃণমূলের ৷ মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তৃণমূলের ৷ আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাদের ধরছে না কেন ? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠীসংঘর্ষ চলছে ৷ নিজেরাই নিজেদের নেতা-কর্মীদের খুনের চেষ্টা করছে ৷ মুখ বাঁচাতে এখন ওঁরা আমাকে নিশানা করছে ৷"
আর জগদ্দলের বিধায়ককে নিয়ে অর্জন সিংয়ের মন্তব্য, "সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন ? তিনি আমার কোনও লেভেলেই পড়েন না ৷ ওঁকে শত্রু মনে করার মতো সময় আমার নেই ৷ আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হবে ৷ তার আগে তিনি রাজ্যের পুলিশকে দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন ৷ তাই আমার বিরুদ্ধে হাওয়ায় অভিযোগ ভাসিয়ে দিয়ে, সুবিধা নিতে চাইছেন ৷"