কলকাতা, 16 ডিসেম্বর:নিরাপত্তার দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর দাবি, লাগাতার তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে । তিনি একজন প্রাক্তন বিধায়ক। আগে তিনি নিরাপত্তা পেতেন। কিন্তু তাঁর নিরাপত্তা কেন প্রত্যাহার করা হল নেতা তা জানেন না। তিনি এখনও একজন জনপ্রতিনিধি। তাঁকে পুনরায় নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, এমনটাই তিনি কলকাতা হাইকোর্টের লিখিত আবেদন জানান ৷ একই আবেদন জানিয়েছেন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
আদালতের নির্দেশ, আরাবুল ইসলাম কলকাতা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করবেন। কারণ, ভাঙড় এলাকা এখন কলকাতা পুলিশের অধীনে। সেই আবেদন ক্ষতিয়ে দেখে পুলিশ বিবেচনা করবে নিরাপত্তার প্রয়োজন আছে কি না। পুলিশ আরও বিবেচনা করে দেখবে কোনও নিরাপত্তা দেওয়া হলে তার অপব্যবহার হবে কি না। পাশাপাশি, আরাবুল ইসলামের নিরাপত্তা কেন প্রত্যাহার করা হয়েছিল সেটাও জানাতে হবে নেতাকে। আরাবুল ইসলামের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। লাগাতার প্রাণের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে ৷
অন্যদিকে, রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের কাছে রিপোর্ট আছে। আরাবুলের নামে একাধিক অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে অপরাধের বহু ঘটনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। গত নির্বাচনে খুনের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে গ্রেফতার হয়েছিলেন। তাঁর জামিনের শর্তহিসেবে বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢুকতে পারবেন না বলে জানানো হয়। কারণ তিনি তাঁর নিরাপত্তার অপব্যবহার করতে পারেন। সেই জন্যই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়।