পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা নেই বলে টিকিট দেয়নি দল! অপরূপার ক্ষোভ দুই মন্ত্রীর বিরুদ্ধে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Aparupa Poddar: হুগলির আরামবাগের দু'দু-বারের সাংসদ অপরূপা পোদ্দার ৷ তবে চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাননি ৷ তাঁর ক্ষোভ, তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই বলে তাঁকে প্রার্থী করা হয়নি ৷ এবার অপরূপার কেন্দ্রে প্রার্থী হয়েছেন মিতালি বাগ ৷

ETV Bharat
টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ অপরূপা পোদ্দার

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 10:16 AM IST

আরামবাগ, 30 মার্চ: আরামবাগ লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়নি বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে ৷ তাঁর টাকা নেই বলেই দল তাঁকে প্রার্থী করেনি ৷ এতদিনে নিজের ক্ষোভের কথা বলে ফেললেন আরামবাগের বিদায়ী সাংসদ ৷ এদিকে আরামবাগের নতুন তৃণমূল প্রার্থী মিতালী বাগ বলেন, "তিনি কী বলেছেন, বিষয়টি বলতে পারব না ৷ আমি প্রার্থী হওয়া মাত্রই আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অপরূপা পোদ্দার ৷ আরামবাগে তাঁর হাত ধরে একাধিক উন্নয়ন হয়েছে ৷ আগামী দিনে তিনি আমার প্রচারেও আসবেন বলে জানিয়েছেন ৷ তবে ভোটে টাকা-পয়সার ব্যাপারে দল ও আরামবাগ নেতৃত্ব বিষয়টি দেখছে ৷"

10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় 42টি আসনে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হয় ৷ সেই তালিকায় অপরূপা পোদ্দারের নাম ছিল না ৷ আসন্ন ভোটে মিতালি বাগকে দাঁড় করিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এ নিয়ে প্রায় 19 দিন পর নিজের ক্ষোভের কথা বললেন অপরূপা ৷

বিদায়ী সাংসদের দাবি, "দলের তিনবারের সাংসদ পোড় খাওয়া রাজনীতিবিদরা বারবার টিকিট পেয়েছেন ৷ তাঁদের যোগ্যতার ভিত্তিতে টিকিট পেয়েছেন ৷ 2019 সালে আমি যখন ভোটে লড়তে যাই তখন আমার কাছে টাকা ছিল না । এখনও আমার কাছে কোন টাকা নেই ৷ ভোটে লড়ার জন্য সাংসদ ও হুগলি গ্রামীনের দুই মন্ত্রী বিষয়টি জানতেন ৷"

এই প্রসঙ্গে নাম না-করে প্রবীণ সাংসদ ও হুগলির দুই মন্ত্রীর কথা বলেন অপরূপা ৷ যদিও তাঁদের নাম একবারের জন্য মুখে আনেননি তিনি ৷ এদিন সাংসদ ও মন্ত্রীদের উদ্দেশ্য করে অপরূপা পোদ্দার বলেন, "তাঁরাই দিদিকে বা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে কথাটা জানিয়েছিলেন ৷ তাই হয়তো আমি টিকিট পাইনি ৷ সাংসদ এলাকায় ভোট পরিচালনা করতে প্রথম দিকে টাকা লাগে ৷ ভোটে লড়ার প্রথম দিকে নিজের ঘর থেকে টাকা খরচ করতে হয় ৷ সঙ্গে সঙ্গে দলের তরফে টাকা দেওয়া হয় না ৷ সেটা ছিল না বলেই আমার টিকিট দেওয়া হয়নি ৷ অন্য সাংসদের আছে বলেই তাঁরা তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷"

ইটিভি ভারতের তরফে তাঁকে ফোন করা হলেও পাওয়া যায়নি ৷ অপরূপার স্বামী রিষড়ার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে ফোন করা হলে তিনি জানান, শুক্রবার বরানগরে এক ইফতার পার্টিতে গিয়ে অপরূপা এই কথা বলেছেন ৷ এক সাংসদ ও দুই মন্ত্রীর সম্পর্কে কিছু না বললেও সাকির আলী বলেন অপরূপা বাবা-মা অসুস্থ ৷ তাঁদের চিকিৎসা খরচ সাপেক্ষ ৷ তার উপর ভোটের খরচও বিপুল ৷ সেই কথা রাজ্য তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেন সাংসদ ও মন্ত্ৰীরা ৷ তাই অপরূপাকে টিকিট দেওয়া হয়নি ৷ সেই অভিমান থেকেই এই কথা বলেছেন অপরূপা ৷ তবে এবিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কেউ কিছু বলতে চাননি ৷ তৃণমূল সাংসদ ও মন্ত্রীদের ফোন করা হলে, তাঁরা ফোন তোলেননি ৷

আরও পড়ুন:

  1. 'মনখারাপে' জোড়াফুলের ছোঁয়া ; বরানগরে সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন
  2. পুলিশের হাতে আটক দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী
  3. ‘রেখা পাত্রকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব আমরা’, বসিরহাটে মিছিল থেকে হুংকার শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details