ফুলবাড়ি, 6 অগস্ট:ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ ৷ ক্ষমতাচ্য়ুত হয়েছেন শেখ হাসিনা ৷ দেশ ছেড়েছেন তিনি ৷ অগ্নিগর্ভ ওপার বাংলা ৷ বাংলাদেশের এই আন্দোলন যে রূপ নিয়েছে তাতে হয়ত ক্ষতিই বেশি হয়েছে । এত ভয়াবহ আন্দোলন না-হলেই ভালো হত ৷ এমনটাই মনে করছেন কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকরা ৷ তাঁরা দ্রুত ঘরে ফিরতে চান ৷ মঙ্গলবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় এপারে আসা বাংলাদেশিদের ।
প্রতিদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে দুই বাংলার মধ্যে সাধারণ মানুষ ও পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকে ৷ বাংলাদেশে অশান্তির কারণে বর্তমানে তা অনেকটাই ফিকে । সীমান্তের পরিবেশ থমথমে ৷ বন্ধ বেশিরভাগ দোকানপাট। তবে আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন এপারে থাকা বাংলাদেশিরা । ওপারের পরিস্থিতিটা যে কী ঠিক তা না জেনে এক রাশ আতঙ্ক নিয়ে তাঁরা রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশে।