পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবারও রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি অনুব্রত মণ্ডল - ANUBRATA MONDAL

রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে 2013 সালে অনুুব্রত মণ্ডলকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অনুব্রত জেলে যাওয়ায় পর পদটি খালি ছিল ৷

ANUBRATA MONDAL
অনুব্রত মণ্ডল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 6:01 PM IST

বোলপুর, 4 জানুয়ারি: ফের রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি পদে ফিরলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । জানা গিয়েছে ইতিমধ্যেই, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে সেই সংক্রান্ত নথিও পাঠিয়ে দেওয়া দিয়েছে নবান্ন ৷ এদিকে, দায়িত্বে ফিরেই বোলপুরে আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন তিনি ৷

আগেও এই দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার কাণ্ডে গ্রেফতার হন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা ৷ জেলও হয় তাঁর ৷ গত 2 বছর জেলবন্দি ছিলেন তিনি ৷ অবশ্য, এই পদে বসানো হয়নি অন্য কাউকে ৷ সম্প্রতি, তিহার থেকে ফিরেছেন কেষ্ট ৷ আর তিনি ফিরে আসতেই পুরনো দায়িত্বে ফেরানো হল তাঁকে ৷ এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "আগেও তিনি এই পদে ছিলেন। এখনও আছেন । আর পদে থেকেই সরকারি মেলার উদ্বোধন করলেন তিনি ।"

রাজ্যে পালা বদলের আগে থেকেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ রাজ্যের ক্ষমতায় আসার পর গত 2013 সালে তাঁকে রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি পদে বসান মুখ্যমন্ত্রী ৷ দেহরক্ষী থেকে নিরাপত্তারক্ষী ও লালবাতির গাড়ি- অনুব্রত মণ্ডলের ছিল সবই ৷ এই পদের জন্যই সরকারি বৈঠক, অনুষ্ঠান, এমনকী মুখ্যমন্ত্রীর সফরেও থাকতেন তিনি ।

গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় 2 বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ এলাকায় ফিরতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পান৷ তবে অনুব্রতর গাড়িতে কোনও বাতি নেই ৷ সরকারি কোনও কর্মসূচিতে অনুব্রতকে দেখাও যায়নি ৷ দেখা গেলেও তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে ৷ প্রশ্ন উঠেছে, অনুব্রত মণ্ডল কী এসআরডিএ-এর চেয়ারম্যান পদে আছেন ? তবে 2 বছর অনুব্রতর অনুপস্থিতিতে এই পদে অন্য কাউকে বসানো হয়নি ৷

অবশেষে মিলল উত্তর ৷ ফের সরকারি পদে ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ ইতিমধ্যেই, এই সংক্রান্ত যাবতীয় নথি রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে নবান্ন ৷ শনিবার বোলপুরের শিবপুরে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাকি মন্ত্রী-আমলারাও ৷

পড়ুন:তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপি’র সাংসদ ! রাতে রাস্তা আটকে বচসা দুই নেতার

ABOUT THE AUTHOR

...view details